shono
Advertisement

ফর্মে ফিরতে দরকার সাময়িক বিরতি, দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে কোহলি?

বিরাটের সঙ্গে আলোচনায় বসতে পারেন নির্বাচকরা।
Posted: 08:52 AM Apr 25, 2022Updated: 08:54 AM Apr 25, 2022

আলাপন সাহা: দিন কয়েক আগেই রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, বিরাটের উচিত বেশ কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নেওয়া। অবশ্য শুধু একা শাস্ত্রী নন, আরও অনেকে এমনটাই মনে করছেন। বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেট মহলও ভালরকম চিন্তায় রয়েছে। পাঁচ মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। তার আগে বিরাটের ফর্মে ফেরা ভারতীয় দলের কাছে কতটা জরুরি, সেটা বুঝতে গেলে ক্রিকেট বিশেষজ্ঞ হতে হবে না।

Advertisement

যা শোনা যাচ্ছে, তাতে, কোহলিকে একটা ব্রেক দেওয়া হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে কোহলির উপর। যা শোনা গেল, তাতে নির্বাচকরা বিরাটের সঙ্গে আলোচনায় বসবেন। কথা বলা হবে তাঁর সঙ্গে। কোহলিকে জিজ্ঞেস করা হবে, তিনি কী চাইছেন? তিনি কি বিশ্রাম নিতে চান? নাকি খেলতে চান।

[আরও পড়ুন: IPL 2022: রাহুলের রেকর্ডের ফুলঝুরিতে সহজ জয় লখনউয়ের, হারের নয়া রেকর্ড গড়ল মুম্বই]

অনেকে আবার এটাও মনে করছেন যে বিরাট যেহেতু রানের মধ্যে নেই, তাই হয়তো বিশ্রাম না নিয়ে আরও বেশি ম্যাচ খেলতে চাইতে পারেন। আইপিএল (IPL) শেষেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। সেখানে বিরাট যদি বিশ্রাম নিতে চান, তাহলে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ড সফরে অনেক বেশি তরতাজা হয়ে নামতে পারবেন।

যা শোনা গেল, তাতে আইপিএলের শেষদিকে নির্বাচকরা সম্ভবত কথা বলবেন কোহলির সঙ্গে। বোর্ডের সঙ্গে যুক্ত কেউ কেউ এদিন বলছিলেন, ‘‘বিরাটের সঙ্গে এটা নিয়ে আগে কথা বলা হবে। ও ঠিক কী চাইছে, সেটা আগে আমাদের জানতে হবে। এখন আইপিএল চলছে, তাই ওর সঙ্গে এই ব্যাপার নিয়ে কোনও কথা হয়নি। ওর সঙ্গে কথা বলা হবে।’’ দেখা যাক বিরাট কী করেন।

[আরও পড়ুন: কত কোটি টাকার সম্পত্তির মালিক শচীন তেণ্ডুলকর ? জন্মদিনে জেনে নিন গোপন কথাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement