সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে ঐতিহাসিক সাফল্য পেয়েছেন ভারতের অ্যাথলিটরা। আগের সব রেকর্ড চুরমার করে দিয়ে এবারই সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত। ঝুলিতে ঢুকেছে ২৯টি পদক। আর সেই সাফল্যের উদযাপনে সামিল নীরজ চোপড়াও। সোশাল মিডিয়ায় তিনি অভিনন্দন জানালেন দেশের প্যারা অ্যাথলিটদের।
একমাস আগে শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সেখানে যতটা আশা করে হয়েছিল, ততটা সাফল্য পায়নি ভারত। সেই অপ্রাপ্তি পূর্ণ করে দিয়েছেন প্যারালিম্পিকের প্রতিযোগীরা। সর্বকালের সেরা পারফরম্যান্স করে ভারতের ঘরে এসেছে মোট ২৯টি পদক। ৭ জন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে ৯ রুপো এবং ১৩ ব্রোঞ্জও। পদকের ক্রমতালিকাতে ১৮তম স্থানে রয়েছে ভারত।
[আরও পড়ুন: অনুপ্রেরণার নাম শীতল দেবী, শারীরিক বাধা পেরিয়ে লক্ষ্যভেদের লক্ষ্যে কাশ্মীরের আরেক কিশোরী]
তাঁদের সাফল্যে উচ্ছ্বসিত নীরজ চোপড়া। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "প্যারালিম্পিকে অসাধারণ পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। প্রত্যেক প্রতিযোগী ও সাপোর্ট স্টাফদের ২৯টি পদকজয় ও নিজেদের সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন জানাই। ভারত তোমাদের নিয়ে গর্বিত।"
[আরও পড়ুন: ৬ মাস পর টেস্ট অভিযানে ভারত, উজ্জীবিত বাংলাদেশের বিরুদ্ধে কোন কৌশল নেবেন রোহিতরা?]
প্যারিস অলিম্পিকে সোনা জিততে পারেননি নীরজ। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ভারতের ঝুলিতে এবার কোনও স্বর্ণপদক আসেনি। মোট পদক এসেছে ৬টি। সেই তুলনায় প্যারালিম্পিকে ইতিহাস গড়েছেন ক্রীড়াবিদরা। সারা দেশই গর্ববোধ করছে তাঁদের নিয়ে। 'সোনার ছেলে' নীরজও সামিল তাতে।