সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশার পারদ চড়েছে তাঁকে নিয়ে। সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) অবশেষে প্যারিসে পা রাখলেন। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন তিনি। প্যারিসের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তুরস্কে।
অবশেষে অলিম্পিকের শহরে পা রাখলেন তিনি। সোশাল মিডিয়ায় নীরজ লিখলেন, ''নমস্কার প্যারিস। অলিম্পিকের গেমস ভিলেজে অবশেষে পৌঁছতে পেরে আমি উত্তেজিত বোধ করছি।'' ৬ আগস্ট নামবেন নীরজ। ফাইনাল হবে ৮ আগস্ট।
সুহেলের হ্যাটট্রিক, টালিগঞ্জকে ৫ গোল দিয়ে কলকাতা লিগে দাপট মোহনবাগানের
'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ নামার আগে চোটআঘাতের সমস্যা ছিল নীরজের। গেমস ভিলেজে পৌঁছে তাঁর সতীর্থ অ্যাথলিটদের জন্য বার্তা পাঠিয়েছেন টোকিও অলিম্পিকের সেনা জয়ী অ্যাথলিট। নীরজকে লিখতে দেখা গিয়েছে, ''এটাই পারফরম্যান্সের আদর্শ সময়। সময় এসে গিয়েছে ইন্ডিয়া।''
এদিকে নীরজকে সমর্থন করার জন্য কেরল থেকে সাইকেল চালিয়ে ভক্তরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্যারিসে। ফৈজ আসরফ আলি দুবছর ধরে ৩০টি দেশ অতিক্রম করে পৌঁছে গেলেন প্যারিসে।
এদিকে অলিম্পিকের জন্য রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিস অলিম্পিক থেকে ফিরে তিনি মোদির জন্য মায়ের হাতের তৈরি চুরমা আনবেন। প্যারিসে মনু ভাকের দুটো ব্রোঞ্জ পদক জিতেছেন। আশা জাগাচ্ছেন আরও অনেকে।