সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletic Championship) সোনা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সেই সঙ্গে অলিম্পিকে নামার টিকিটও পেয়ে গেলেন তিনি। শুক্রবার প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের মাপকাঠি পেরিয়ে যান তিনি। চলতি মরশুমে নিজের সেরা থ্রো করেন ভারতের সোনার ছেলে। তাঁর প্রথম থ্রো ৮৮.৭৭ মিটার পর্যন্ত যায়। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ। খেলতে নেমে নিজের প্রথম থ্রোয়েই পার করেন ৮৮.৭৭ মিটার দূরত্ব। ফাইনালের ওঠার নিয়ম অনুযায়ী, ৮৩ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছুঁড়লেই সরাসরি ফাইনালের টিকিট মেলে।
[আরও পড়ুন: অল্পের জন্য খেতাব অধরা, ফাইনালে হেরেও কত টাকা পেলেন ভারতের প্রজ্ঞা?]
বাছাই পর্বের নিজের প্রথম থ্রোয়েই ফাইনালে উঠে যান নীরজ। চলতি মরশুমে এটাই তাঁর সেরা থ্রো। সোনা জয়ের লড়াইয়ে আগামী রবিবার ফাইনাল খেলতে নামবেন জ্যাভলিন তারকা। সেই সঙ্গে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নামার ছাড়পত্রও পেয়ে গেলেন তিনি। ৮৫ মিটারেরও বেশি দূরত্বে থ্রো করার কারণে সরাসরি অলিম্পিকে নামতে চলেছেন সোনার ছেলে। এদিন নীরজের পাশাপাশি যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন ভারতের মানু ও কিশোর জেনা। ইতিমধ্যেই ফাইনালে টিকিট পেয়েছেন দু’জনেই।
২০২২ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে অল্পের জন্য সোনার পদক নীরজের হাতছাড়া হয়। অধরা সোনার লক্ষ্যে এগোতে গিয়ে প্রথম ধাপ পার করে ফেলেছেন নীরজ। মরশুমের সেরা থ্রো করে আরও এক সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকে।