সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকের (Tokyo Olympic) পর প্রথমবার দেশের মাটিতে কোনও প্রতিযোগিতায় লড়বেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। আগামী সপ্তাহে ভুবনেশ্বরে হতে চলা ফেডারেশন কাপে অংশ নিতে চলেছেন এই তারকা জ্যাভলিন থ্রোয়ার। নীরজের মতোই প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করা জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও লড়বেন সেখানে।
২০২১ সালের মার্চে এই ফেডারেশন কাপে খেলেছিলেন নীরজ (Neeraj Chopra)। সেটাই ভারতের মাটিতে তাঁর শেষ প্রতিযোগিতা। সেবছরই টোকিও গেমসে সোনা জয়ের পর অন্য পর্যায়ে পৌঁছে যায় নীরজের কেরিয়ার। তারপর থেকে ট্রেনিং ও প্রতিযোগিতার জন্য অধিকাংশ সময়ই দেশের বাইরে কাটান তিনি।
[আরও পড়ুন: সঙ্গী বিতর্ক, বায়ার্নকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ]
১০মে দোহায় ডায়মন্ড লিগ দিয়ে মরশুম শুরু করবেন এই নীরজ। তারপর ১২মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা ফেডারেশন কাপে দেখা যাবে তাঁকে। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের টুইট, ‘নথিভুক্তের তালিকা অনুযায়ী, ১২ মে থেকে ভুবনেশ্বরে জাতীয় প্রতিযোগিতায় খেলবেন নীরজ চোপড়া ও কিশোর জেনা।’ নীরজের মতো কিশোরও দোহায় মরশুম শুরু করবেন।
[আরও পড়ুন: সংঘাত আবহেই ভারতে মালদ্বীপের বিদেশমন্ত্রী, দুদেশের সম্পর্ক নিয়ে বৈঠক জয়শংকরের সঙ্গে]
শেষবার নীরজ এবং কিশোর জেনাকে (Kishor Jena) একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল এশিয়ান গেমসে (Asian Games)। সেবার সোনা জিতেছিলেন নীরজ। আর কিশোর জেনা পান রূপো। ভারতীয় অ্যাথলেটিক্সের দুই চ্যাম্পিয়নকে এবার খেলতে দেখা যাবে দেশের মাটিতে।