সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে প্রত্যাবর্তনেই সোনা জিতেছেন বটে। কিন্তু লুসান ডায়মন্ড লিগের আসরে চেনা রূপে পাওয়া যায়নি নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। ভারতের এই সোনার ছেলে নিজের সেরা থ্রো করেছেন পঞ্চম সুযোগে, যা একেবারেই ‘নীরজোচিত’ নয়। কারণ তিনি মূলত শুরুর দিকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লুসানে উলটপুরাণ কেন?
এখানেও খলনায়ক সেই চোট! আসলে পুরোপুরি ফিট না হয়েই লুসান মিটে (Lusanne Diamond League) নেমে পড়েছিলেন নীরজ। তাই শুরুর দিকে থ্রো করার ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। নিজেই বললেন, “আমার চোট পুরো সারেনি। ফলে থ্রোয়ের আগে দৌড়ানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। বেশি গতিতে দৌড়ে গিয়ে জ্যাভলিন ছোড়ার সময় বাঁ পায়ে জোর দিতে হয়। লুসানে সেটা করলে চোট বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে পঞ্চম রাউন্ডের আগে কোচের সঙ্গে কথা বলি। কোচ আমাকে ঠিকমতো দৌড়াতে বলেন। তারপরই আমি ওই থ্রো-টা করি।” পারফরম্যান্স মন মতো না হলেও পরিস্থিতির কথা বিচার করে এই ফলে সন্তুষ্ট নীরজ।
[আরও পড়ুন: আমেরিকায় ভারতীয় দূতাবাস জ্বালিয়ে দিল খলিস্তানিরা, নিশানায় কূটনীতিবিদরা]
আপাতত এই চোট পুরোপুরি সারানোই পাখির চোখ নীরজের। যেজন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) আগে কোনও প্রতিযোগিতায় খেলবেন না বলে ঠিক করেছেন। কারণ সিনিয়র কেরিয়ারে এই একটা প্রতিযোগিতায় পোডিয়ামের শীর্ষে ওঠা হয়নি ভারতীয় তারকার। গতবার পেয়েছেন রুপো। এবার পদকের রং সোনালি করতে দৃঢ়প্রতিজ্ঞ নীরজ। তাঁর কথায়, “ফিটনেস নিয়ে কাজ করতে হবে। এখন শুধু শারীরিকভাবে ফিট থাকলে হয় না, মানসিক ফিটনেসও জরুরি। সামনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ-সহ একাধিক বড় প্রতিযোগিতা আছে। তার প্রস্তুতি সারতে হবে। বিশেষত আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে আমি কোনও ফাঁক রাখতে চাই না। ওই একটা সোনাই অধরা। সেটা পাওয়ার জন্য আমি অসম্ভবকে সম্ভব করতে তৈরি।” পাঠক, কী বুঝলেন? শ্রেষ্ঠত্বের প্রশ্নে প্রতিপক্ষকে কোনও সুযোগ না দেওয়ার নামই নীরজ চোপড়া!