shono
Advertisement

Breaking News

স্ত্রীর ‘বেতন’প্রতি মাসে ২৫ লক্ষ টাকা, ব্যবসায়ীর বিয়ের প্রস্তাবে চমকে উঠেছিলেন অভিনেত্রী নীতু চন্দ্রা

অপমানে আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন অভিনেত্রী।
Posted: 03:29 PM Jul 14, 2022Updated: 03:31 PM Jul 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দা থেকে প্রায় হারিয়ে গিয়েছেন অভিনেত্রী নীতু চন্দ্রা। কিন্তু একসময় নায়িকার ঝুলিতে ছিল ‘গরম মশালা’, ‘ওয়ান টু থ্রি’, ‘অ্যাপার্টমেন্ট ১৩ বি’-এর মতো হিট ছবি। এমনকী, হলিউডের ছবিতেও দেখা গিয়েছিল নীতু চন্দ্রাকে। সেই নীতু এক সাক্ষাৎকারে ফাঁস করলেন এমন ঘটনা যা শুনে রীতিমতো হতবাক হতে হয়। নীতুর কথায়, ‘এক ব্যবসায়ী তাঁকে স্ত্রী হওয়ার জন্য প্রতি মাসে ২৫ লাখ টাকা বেতন দেবে অফার দিয়েছিলেন!’

Advertisement

সম্প্রতি এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে নীতু চন্দ্রা (Neetu Chandra) জানান, ‘আমার হাতে তেমন কোনও কাজ ছিল না। অর্থাভাবে ভুগছিলাম। ঠিক এমন সময় এক ব্যবসায়ী আমাকে অফার দেন, তাঁর স্ত্রী হলে প্রতিমাসে আমাকে ২৫ লক্ষ টাকা বেতন দেবে। ব্যবসায়ীর কাছ থেকে এই অফার পেয়ে মারাত্মক আঘাত পেয়েছিলাম। আমার মনে হয়েছিল আত্মহত্যা করি। এত সিনেমা করার পরও ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে অবাঞ্ছিত বলে মনেই হচ্ছিল।

[আরও পড়ুন: আলিয়ার পর এবার মা হতে চলেছে ক্যাটরিনা! নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে ]

এই সাক্ষাৎকারে নীতু আরও জানান, ‘আমি নিজেকে সুশান্ত সিং রাজপুতের জায়গায় নিয়ে গিয়েছিলাম। আসলে বেঁচে থাকতে যাঁরা সম্মান পায় না, মৃত্যুর পর তাঁদের কাজ সবার দ্বারা প্রশংসিত হয়। আমার মনে হয়েছিল সুশান্তের সঙ্গে যেটা ঘটেছে আমার সঙ্গে কেন সেটা ঘটল না। আমার বেঁচে থাকাটাই উচিত নয়। আমার জীবনটা এক সফল অভিনেতার ব্যর্থতার কাহিনি!’

নীতুর এই সাক্ষাৎকার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা বলছেন, অনেকের থেকে নীতু বেশি প্রতিভাবান। তবে নেপোটিজমের কারণেই বলিউডে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না নীতু। অনেকের মতে, সিনেমা নয়, বরং নীতুর ওয়েব সিরিজে ট্রাই করা উচিত!

[আরও পড়ুন: সারা আলি খানের প্রেম প্রস্তাবে সাড়া বিজয় দেবেরাকোন্ডার! দক্ষিণী তারকার পোস্ট ঘিরে জল্পনা ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement