সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোতেই আসছে ‘বাঘাযতীন’। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন দেব (Dev)। প্রকাশ করেন ছবির নতুন পোস্টার। তা নিয়েই তুমুল তর্ক নেটদুনিয়ায়। দেবের এই নয়া লুককে আমির খানের ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে তুলনা করা হয়েছে।
মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক নিয়ে বিস্ফোরিত চোখে ক্যামেরার সামনে ‘বাঘাযতীন’ হিসেবে পোজ দিয়েছেন দেব। তাঁর এই পোস্টের কমেন্টবক্সেই মন্তব্য করা হয়েছে, ‘লাল সিং চাড্ডা র মত লাগছে তো…’। কেউ কেউ আবার দেবের এই লুককে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ লুকের সঙ্গেও তুলনা করেছেন। “রক্ষে করো ভগবান!!! কোন অ্যাঙ্গেল দিয়ে ইনি বাঘা যতীন!”, এমন মন্তব্যও করা হয়েছে দেবের পোস্টে। তাঁকে পালটা জবাব দিয়েছেন দেবের অনুরাগীরা। না জেনে এমন ‘উলটো পালটা’ মন্তব্য করতেও বারণ করা হয়েছে।
[আরও পড়ুন: বাড়ি হাতাতে ছেলে-বউমার লাগাতার অত্যাচার, মারধর! পুলিশের দ্বারস্থ বর্ষীয়ান অভিনেত্রী]
অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।
এর আগে ২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাচ্ছে ‘বাঘাযতীন’।