সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রাজ্যের আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার গায়িকা। বয়কটের ডাকও দিলেন নেটিজেনরা। ক্রমাগত আক্রমণের শিকার হয়ে ফেসবুকে একরাশ ক্ষোভ উগরে দিলেন গায়িকা।
বুধবার সন্ধেয় রাজ্যের তরফে ইকো পার্কে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনীর। সেখানে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি ছিলেন শিল্পপতি, শিল্পী-সহ বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা। সেই অনুষ্ঠানে ছিলেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তীও। বুধবার সন্ধেয় ফেসবুকে সেই অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন এককালে বাম ছাত্র রাজনীতি করা ইমন। সেখানেই কটাক্ষের শিকার হতে হয় শিল্পীকে। কেউ লেখেন, “এরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সবার উচিত এদের সমস্ত গানের অনুষ্ঠান বয়কট করা।” কেউ আবার লেখেন, “আপনি একজন SFI করা মেয়ে, এতকিছু দেখার পরেও দিদির সঙ্গে ছবি তুলতে ঘৃণা বোধ হল না।”
[আরও পড়ুন: বাগুইহাটির কাণ্ডের ছায়া বারাসতে! নিখোঁজ হওয়ার ৬ দিন পর শনাক্ত যুবকের দেহ]
সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটাক্ষের শিকার হয়ে অবশেষে মুখ খোলেন ইমন। বৃহস্পতিবার সকালে ফেসবুকে লেখেন, “ফেসবুকে একটা জিনিস দেখে অবাক হচ্ছি, কিছু মানুষ শুধু খারাপ বলতেই জানেন। কেউ সোজা হাঁটলে বলবে ব্যাঁকা যান। ব্যাঁকা গেলে তো কথাই নেই। ভাল মন্দ, গান বাজনা, খেলাধুলো, চাঁদে কী হচ্ছে, সমুদ্রের নিচে কী হচ্ছে, শাড়ি কেন পরলেন না, বরের সঙ্গে হেসে কেন ছবি দিলেন…..।” এরপরই কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন, “দিনের পর দিন এই সব নিতে নিতে ঘরে অন্ধকারে আর বসে না থেকে আলোয় ভালোয় থাকতে শিখে গেছি। ভাল থাকুন। পারলে একটু যোগা করুন।”
অর্থাৎ এদিন ইমন বুঝিয়ে দিয়েছেন কটাক্ষকারীদের মোটেই পাত্তা দিচ্ছেন না তিনি। প্রসঙ্গত, কলেজ জীবনে সক্রিয়ভাবে বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ইমন। পরবর্তীতে রাজনীতি থেকে সরিয়ে নেন নিজেকে। তবে আজও বাম ছাত্রনেতাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে একাধিকবার জানিয়েছেন গায়িকা। সেই কারণেই রাজ্যের আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ইমনকে দেখতে পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।