shono
Advertisement
Manashi Sinha

মানসীর নতুন ছবিতে অনুজয়! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

বড়পর্দায় কার সঙ্গে জুটি বাঁধছেন অনুজয়?
Published By: Manasi NathPosted: 12:19 PM Mar 31, 2025Updated: 12:19 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন পরিচালক হিসাবে প্রথম ছবিতেই বাহবা কুড়িয়েছেন মানসী সিনহা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি। দারুণ সাফল্য পেয়েছে প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'-ও দর্শকের প্রশংসা পেয়েছে। এবার নতুন উপহার নিয়ে আসছেন মানসী। তাঁর পরিচালনায় আসছে  'আয়না মানুষ'। এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করবেন অনুজয় চট্টোপাধ্যায়। 

Advertisement

জানা যাচ্ছে, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সোহিনী সরকার, বিশ্বনাথ বসু, অনামিকা সাহা। সঙ্গে রয়েছেন অনুজয়। সিনেমাতে তাঁর চরিত্রটা ঠিক কেমন তা এখনও খোলসা করেননি পরিচালক মানসী। তবে একের পর ছবি ও সিরিজে অনুজয়ের অভিনয় ইতিমধ্যেই দর্শকের মনে ধরেছে। বিশেষত 'লজ্জা' সিরিজে অভিনেতার কাজ ছিল নজরকাড়া। ইতিবাচকের পাশাপাশি ধূসর ও নেতিবাচক চরিত্রেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, মানসী সিনহা তাঁর নতুন ছবিতে আরও একবার ছাপোষা মানুষের জীবনের গল্প তুলে ধরতে চান। যেখানে ছবির নায়িকাকে দেখা যাবে পরিচারিকার ভুমিকায়। পরিচালক তাঁর ছবিতে সমাজের সেই দিকগুলোয় আলোকপাত করতে চান, যা সাধারণত আমাদের নজর এড়িয়ে যায়। এপ্রিলের শেষে কিংবা মে মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা। অভিনয়ের সঙ্গে পরিচালনাটাও যে মানসী ভালোই করছেন তা ইতিমধ্যেই প্রমাণিত। অনুরাগীদের আশা, নিজের নতুন ছবিতেও মানসী সেই ধারা বজায় রাখবেন। সেই ছবিতে অনুজয় নিজের অভিনয়গুণে কতটা প্রভাব ফেলতে পারেন এখন সেটাই দেখার!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মানসী সিনহা নিয়ে আসছেন তাঁর তৃতীয় পরিচালনা 'আয়না মানুষ'।
  • এই ছবিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করবেন অনুজয় চট্টোপাধ্যায়।
  • সিনেমাতে অনুজয়ের চরিত্রটা ঠিক কেমন তা এখনও খোলসা করেননি পরিচালক মানসী।
Advertisement