সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে ফুটবলাররা ঘিরে ধরেন রেফারিকে। তর্কে জড়িয়ে পড়েন রেফারি ও ফুটবলাররা। কিন্তু এবারের ইউরো কাপ ও কোপা আমেরিকায় অন্য ছবি দেখা যাচ্ছে। ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে কেবল কথা বলছেন অধিনায়কই। অন্য কেউ আর কথা বলছেন না। নতুন নিয়ম অনুযায়ী, রেফারির সঙ্গে কেবল কথা বলতে পারবেন দলের অধিনায়কই।
ইউরো-কোপার পরে ভারতীয় ফুটবলেও এমন দৃশ্য দেখা যাবে আগামী মরশুমে। সোশাল মিডিয়ায় পোস্ট করে নতুন নিয়মের কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নতুন কোড অফ কন্ড্যাক্ট অনুযায়ী,
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কোলে বুমরাহর ছেলে, প্রকাশ্যে টুর্নামেন্ট সেরার পরিবারের মিষ্টি ছবি]
কেবলমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। তাঁর কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারবেন। অধিনায়ক ছাড়া অন্য কেউ রেফারির কাছ থেকে জবাবদিহি চাইলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বলা হয়েছে টেকনিক্যাল এরিয়ার কথাও। চতুর্থ রেফারির সঙ্গে সবাই কথা বলতে পারবেন না। টেকনিক্যাল এরিয়ায় যাঁর উপর দায়িত্ব দেওয়া হবে তিনিই একমাত্র চতুর্থ রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। অন্যথায় অসন্তোষ প্রদর্শনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে নাগাড়ে প্রশ্ন করে গেলে বা অঙ্গভঙ্গি করে গেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে সতর্ক করা হবে। অথবা তাঁকে মাঠের বাইরেও পাঠানো হতে পারে।