বাবুল হক, মালদহ: অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় ছুরি মেরে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করল মালদহ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই দিন বেলা আড়াইটা নাগাদ ওল্ড মালদহের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের আটমাইল এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর উপর হামলা চালায় অভিযুক্ত। রাতেই সে অন্য কোথাও পালিয়ে যেতে। তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়।
আদালতের পথে ধৃত উজ্জ্বল মণ্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছে, প্রেমে প্রতারণার শিকার হতে হয়েছে তাকে। সেই কারণেই ওই ছাত্রীকে ভয় দেখানোর জন্য সে হামলা চালিয়েছিল। স্টিলের চাকু দিয়ে ওই ছাত্রীর উপর হামলা চালিয়েছিল সে। খুন করার পরিকল্পনা থাকলে সে লোহার চাকু নিয়ে হামলা চালাতে পারত বলে দাবি করেছে।
[আরও পড়ুন: যারা চাকরি না পেয়ে আন্দোলন করছেন তাঁদের অবস্থা বেশি করুণ! পর্যবেক্ষণ হাই কোর্টের]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর সারাদিন গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত উজ্জ্বল। রাত বারোটা নাগাদ ওল্ড মালদাহের বুলবুলিমোড়ে মুখ ঢেকে গায়ে চাদর দিয়ে গাড়ি ধরতে এসেছিল সে। তার পরিকল্পনা ছিল বামনগোলা হয়ে দক্ষিণ দিনাজপুর পালিয়ে যাবে। সেই সময় পুলিশ নজরদারি চালিয়ে বুলবুলিমোড় থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। ধৃত উজ্জ্বল পুলিশের জেরার মুখে জানিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল তার। কিন্তু এরই মধ্যে আরও এক যুবকের প্রেমে জড়িয়ে পড়ে মেয়েটি। তিনদিন ধরে ওই ছাত্রী তার সঙ্গে কোনও রকম কথাই বলছিল না। এর পরই ভয় দেখানোর জন্য হামলা চালায় বলে সে দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমের গল্প উঠে এসেছে। এতো অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে এই ধরনের প্রবণতায় পুলিশও কিছুটা হতবাক হয়ে গিয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের তিনদিনের পুলিশ হেফাজত হয়েছে।