shono
Advertisement

‘আজাদ’কাশ্মীরের স্বপ্ন দেখেন! ভূস্বর্গের নয়া উপরাজ্যপালের উইকিপিডিয়া পেজ নিয়ে বিতর্ক

বিতর্ক শুরু হওয়ার পরই লেখা মুছে দেওয়া হয়। The post ‘আজাদ’ কাশ্মীরের স্বপ্ন দেখেন! ভূস্বর্গের নয়া উপরাজ্যপালের উইকিপিডিয়া পেজ নিয়ে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Aug 06, 2020Updated: 06:19 PM Aug 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগের শুরু থেকেই বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। রাতারাতি কেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপরাজ্যপাল জি সি মুর্মুর পদত্যাগ করলেন তা নিয়ে বিতর্ক চলছিলই। তাতে ঘি ঢেলেছে ওই পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহার (Manoj Sinha) নিয়োগ। আর এই বিতর্কে ‘চেরি অন দ্য টপ’ ভূস্বর্গের নয়া উপরাজ্যপালের উইকিপিডিয়া। বৃহস্পতিবার সকালে তাঁর উইকিপিডিয়ার একটি স্ক্রিন শট ভাইরাল হয়। সেখানে লেখা, “ভারতের বেআইনি দখলদারি থেকে কাশ্মীরের মুক্তিকে গোপনে সমর্থন করেন”। যদিও বিতর্ক শুরু হওয়ার পরই লেখা মুছে দেওয়া হয়। অভিযোগ, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর উইকিপিডিয়ার তথ্য কাটাছেঁড়া করেছে।

Advertisement

সংবিধানের ৩৭০ ধারা তথা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তির দিনই হঠাৎ পদত্যাগ করলেন রাজ্যের লেফটেন্যান্ট জেনারেল জিসি মুর্মু (Girish Chandra Murmu)। বুধবার রাতে রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। জিসি মুর্মুর পরিবর্তে ভূস্বর্গের পরবর্তী উপরাজ্যপাল হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে সে কথা জানানো হয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, কেন্দ্র এবার কাশ্মীরে  রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে চায়। সে কারণেই একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কাশ্মীরের উপরাজ্যপাল পদে বসানো হচ্ছে। যাতে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সংযোগ স্থাপন করতে পারেন তিনি। অন্যদিকে শোনা যাচ্ছে, জিসি মুর্মুকে এবার আরও বড় পদ দেওয়া হতে পারে।

[আরও পড়ুন : কাশ্মীরের কুলগামে ফের জঙ্গি হামলা, বাড়ির সামনে খুন বিজেপির পঞ্চায়েত প্রধান]

এদিকে প্রথম দিনেই বিতর্কে নাম জড়ালো প্রাক্তন কেন্দ্রীয় তথা ভূস্বর্গের নয়া উপরাজ্যপাল। এদিন তাঁর উইকিপিডিয়া পেজে লেখা হয়, “এবার কাশ্মীরে ফোর জি নেটওয়ার্ক রিস্টোর হতে পারে। উনি ভারতের বেআইনি দখলদারি থেকে কাশ্মীরকে মুক্ত করার আন্দোলনকে গোপনে সমর্থন করেন। প্রকাশ্যে তিনি এসব বলবেন না।” লেখাটি ভাইরাল হতেই তড়িঘড়ি তা মুছে ফেলা হয়। সূত্রের খবর, ৬ আগস্ট সকাল পৌনে দশটা নাগাদ কেউ বা কারা উইকিপিডিয়ার পেজটি এডিট করেছিল।এ প্রসঙ্গে অবশ্য নয়া উপ রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন : হঠাৎ ইস্তফা কাশ্মীরের উপরাজ্যপাল জিসি মুর্মুর, পরিবর্তে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী]

প্রসঙ্গত. গত বছর আগস্ট মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই ভূস্বর্গে ফোরজি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সেই পরিষেবা নতুন করে চালুর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। কেন্দ্র অবশ্য এ বিষয়ে কাশ্মীর প্রশাসনের কোর্টেই বল ঠেলেছিল। তখন প্রাক্তন উপরাজ্যপাল জিসি মুর্মু জানিয়েছিলনে, কাশ্মীরে ফোরজি নেটওয়ার্ক চালানো যেতেই পারে। এমনকী, ভূস্বর্গে নির্বাচন হওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

The post ‘আজাদ’ কাশ্মীরের স্বপ্ন দেখেন! ভূস্বর্গের নয়া উপরাজ্যপালের উইকিপিডিয়া পেজ নিয়ে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement