shono
Advertisement

পছন্দের মানুষকে এখনও খুঁজছেন! পাত্রী রোবট হলে কেমন হয়?

কীভাবে পাবেন? রইল সমস্ত বিবরণ৷ The post পছন্দের মানুষকে এখনও খুঁজছেন! পাত্রী রোবট হলে কেমন হয়? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Mar 09, 2019Updated: 05:37 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপাত্রীর নাকি বড় অভাব৷ কুমোরটুলি অর্ডার দিয়েও নাকি মনের মতো পাত্রী পাওয়া যাচ্ছে না৷ সমীক্ষা বলছে, এই কারণেই অনেক পুরুষের বিয়ে আটকে যাচ্ছে৷ দিনের পর দিন এই একটা দুশ্চিন্তা নাকি হতাশার দিকে ঠেলে দিচ্ছে পুরুষদের৷ সহজাত জীবনের উপর বিতঃশ্রদ্ধ হয়ে তাঁরা বেছে নিচ্ছেন যৌনপল্লির রঙিন হাতছানি৷ কিন্তু গবেষকরা বলছেন, এসবের থেকে মুক্তির উপায় রয়েছে৷ পাত্রী যদি রোবট হয়, তবে কেমন হয়?

Advertisement

[বিবাহ বহির্ভূত সম্পর্কে দায়ী সিরিয়াল? খতিয়ে দেখছে মাদ্রাজ হাই কোর্ট ]

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ রোবট বিষয়টার সঙ্গে আমরা সকলেই পরিচিত৷ মানুষের যৌন জীবনেও ইতিমধ্যে প্রবেশ ঘটেছে সেক্স ডলের৷ তবে গবেষকরা বলছেন, এই রোবট পাত্রী কিন্তু তথাকথিত কোনও সেক্স ডল নয়৷ কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স৷ এবং পুরুষের সঙ্গে নববধূর মতোই ব্যবহার করবে এটি৷ একটি চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, সেদেশে নারীর সংখ্যা কমে যাওয়ায় বিশেষজ্ঞরা তৈরি করেছেন এই ‘কৃত্রিম স্ত্রী’৷ যার নাম ‘এআই ওয়াইফ’৷ জানা গিয়েছে, একজন স্ত্রী ঠিক যেভাবে তাঁর স্বামীর খেয়াল রাখেন, তাঁর ছোট ছোট বিষয়ের নজর রাখেন৷ এবং স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন৷ এই রোবট-ও নাকি তাই করবে৷

[মিলনের স্থায়িত্ব বাড়াতে ঘরোয়া উপায়েই বানিয়ে ফেলুন ভায়াগ্রা]

নির্মাতা সংস্থাটির চ্যালেঞ্জ, এআই ওয়াইফের অভিব্যক্তি দেখে কেউ বুঝতেই পারবে না যে, সেটি আসলে একটা আস্ত রোবট৷ কারণ এদের চাল-চলন, কথাবার্তা, ত্বক সবকিছুই নাকি রক্ত-মাংসের মানুষের মতোই৷ মুখ থেকে শুরু করে নাক, কান, ঠোঁট সবেতেই নাকি রয়েছে মানুষের ছাপ৷ এখানেই শেষ নয়,আর পাঁচটা স্ত্রী’র মতো ঘরোয়া কাজকর্ম করতেও এরা সিদ্ধহস্ত৷ বাড়িতে কোনও আত্মীয়স্বজন এলে তাঁদের যেমন আপ্যায়ণ করতে পারবে এই রোবট স্ত্রী, তেমনই স্বামীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারবে৷ জানা গিয়েছে, এই রোবটের দাম প্রায় ৩ হাজার মার্কিন ডলার। ব্যাস। এইটুকু খরচ করলেই, নিজের পছন্দ মতো বউ চলে আসবে বাড়িতে৷

The post পছন্দের মানুষকে এখনও খুঁজছেন! পাত্রী রোবট হলে কেমন হয়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement