shono
Advertisement

Breaking News

ফের করোনার দাপটে বিধ্বস্ত খেলার দুনিয়া, স্থগিত ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট

পিছিয়ে গিয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ।
Posted: 07:26 PM Dec 17, 2021Updated: 07:45 PM Dec 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে ফের থাবা বসাতে শুরু করে দিয়েছে করোনা (Coronavirus)। গত বছর বেশিরভাগ সময় করোনার দৌরাত্ম্যে খেলাধুলো বন্ধ ছিল। একটু একটু করে মাঠে খেলা ফিরলেও ফের মারণভাইরাস চোখ রাঙাতে শুরু করে দিয়েছে। আর তার ফলে খেলাধুলোর সঙ্গে জড়িত যাঁরা, তাঁরাও নতুন করে চিন্তায়। বদলে যাচ্ছে ফুটবলের ক্রীড়াসূচি, স্থগিত হয়ে যাচ্ছে ক্রিকেট সিরিজ।

Advertisement

করোনার জন্য প্রবল সমস্যার মুখে পড়ে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League)। বদলে যেতে বসেছে ক্রীড়াসূচিও। চারটি ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ৪২ জন ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছিলেন। এই কারণে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যামের ম্যাচ-সহ মোট ৯টি খেলা স্থগিত করা হয়েছিল। এবার সাউদাম্পটন-ব্রেন্টফোর্ড, ওয়াটফোর্ড-ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম-নরউইচ সিটি ও এভারটন-লেস্টার সিটির ম্যাচগুলোও স্থগিত হয়ে গিয়েছে। চেলসির স্ট্রাইকার রোমেলু লুকাকু-সহ প্রথম সারির চার ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। 

[আরও পড়ুন: ‘কলকাতাকে এখনও ভালবাসি’, এ শহরকে আজও ভোলেননি ময়দানে খেলে যাওয়া মারাদোনার সতীর্থ গারেকা]

সংক্রমণ ছড়িয়ে পড়ছে স্প্যানিশ লা লিগায়ও (La Liga)। রিয়াল মাদ্রিদের আরও চার ফুটবলার এবং একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ৫ জন করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত আগেই হয়েছিলেন মার্সেলো এবং লুকা মডরিচ। রিয়ালের তরফে জানানো হয়েছে, মার্কো আসেনসিও, গ্যারেথ বেল, আন্দ্রি লুনিন এবং রডরিগোর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেভিড আনচেলোত্তির করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

ফুটবল মাঠের পাশাপাশি ক্রিকেট মাঠেও করোনা আতঙ্ক। স্থগিত হয়ে গিয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের (Pakistan vs West Indies ODI series) একদিনের সিরিজ। আগামী বছরের জুনে তা হবে বলে স্থির হয়েছে। আগামিকাল থেকে শুরু হওয়ার কথা ছিল দুই দেশের ওয়ানডে সিরিজ। পাক-মুলুকে আসার পর থেকেই করোনার আতঙ্ক তাড়া করছে ক্যারিবিয়ানদের। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টির আগে খবর আসে ক্যারিবিয়ান শিবিরের পাঁচজন কোভিড পজিটিভ। নিভৃতবাসে পাঠানো হয় সবাইকে। দুই দেশের ক্রিকেটারদের কথা মাথায় রেখে ওয়ানডে সিরিজ আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।  

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের বড় পদে বসতে চলেছেন শচীন? বিরাট বিতর্কের মধ্যেই ইঙ্গিত সৌরভের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement