সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) অভ্যর্থনায় তেরঙ্গার রঙে সেজে উঠল নিউ ইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং। মোদির চার দিনের মার্কিন সফর ঘিরে মোদি জ্বরে কাঁপছে আমেরিকা। মোদিকে স্বাগত জানাতে আয়োজনে কোনও ত্রুটি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেই রং দেখা গেল ঐতিহ্যবাহী মার্কিন বিল্ডিংয়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান জানিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের সেই নৈশভোজে বসেছিল চাঁদের হাট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden) থেকে শুরু করে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি-সকলেই হাজির ছিলেন। মোদির এই নৈশভোজের অতিথিদের তালিকায় ছিলেন নজরকাড়া একাধিক ব্যক্তিত্ব। তার আগে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন প্রধানমন্ত্রী। এবার তেরঙ্গায় সেজে উঠল নিউ ইয়র্কের(New York)ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং। আলোর মালায় ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা।
[আরও পড়ুন: অনিচ্ছা সত্ত্বেও বাবার ইচ্ছেয় গিয়েছিলেন ‘অভিশপ্ত’ টাইটানে, মৃত্যু ১৯ বছরের পাক তরুণের]
শুধু আমেরিকায় নয় এর আগে অস্ট্রেলিয়া সফরেও মোদিকে সম্মান জানিয়ে তেরঙ্গায় সেজে উঠেছিল সিডনি হারবার ও অপেরা হাউস। যা দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন ভারতীয়রা। এবার ঐতিহাসিক মার্কিন সফরেও দেখা গেল একই ছবি।