shono
Advertisement

Breaking News

নতুন ছকে উইকেট এল না ভারতের ঝুলিতে

টি-ব্রেকের আগেই ১৫২ রান তুলে নেয় নিউজিল্যান্ড৷
Posted: 12:46 AM Sep 24, 2016Updated: 07:16 PM Sep 23, 2016

নিউজিল্যান্ড -১৫২/১ (উইলিয়ামসন- ৬৫, লাথাম ৫৬, অপরাজিত)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুর টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডকে সেভাবে কাবু করতে পারল না ভারত৷ দিনের শেষে ১৫২ রানে ১ উইকেট খুইয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড৷ নতুন ছকে দল সাজিয়েও ঠিক যেন দানা বাঁধল না ভারতীয় বোলিং৷

প্রথম দিনেই ন’উইকেট হারিয়ে বিরাটদের শুরুটা প্রত্যাশামতো হয়নি৷ বেশ চাপেই কাল মাঠ ছেড়েছিল ভারতীয় দল৷ নিউজিল্যান্ডের দুরন্ত বোলিংয়ের সম্মুখে সেভাবে নজর কাড়তে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা৷ ২৯১/৯ স্কোর নিয়েই থেমে যেতে হল ভারতকে৷

আজ যদিও সকাল থেকেই ভারতীয় দলের বোলিংয়ের দিকেই নজর ছিল সবার৷ কিন্তু নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ব্যাটসম্যান টম লাথামের অপরাজিত ইনিংসের দৌলতে যোগ হয় ১১৭ রান৷ টি-ব্রেকের আগেই ১৫২ রান তুলে নেয় নিউজিল্যান্ড৷

অশ্বিন জাদেজার স্পিন খানিক সমস্যায় ফেললেও ঘুরে দাঁড়াতে তেমন সময় নেয়নি টিম নিউজিল্যান্ড৷ যদিও টি-ব্রেকের পর বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের একঘণ্টা আগেই ম্যাচ শেষ করে দেওয়া হয়৷ তাও দ্বিতীয় দিনও ভারতের জন্য তেমন সুখকর হল না৷

উমেশ যাদবের কাছে মার্টিন গুপ্তিলের উইকেট খোয়ায় নিউজিল্যান্ড৷ তবে ভারতকে ছুঁতে আর মাত্র ১৬৬ রান দরকার নিউজিল্যান্ডের৷ এখন দেখার এরপরেও ভারত জয়ের মুখ দেখতে পায় কি না৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement