সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ সন্তানের চিকিৎসায় তাকে টানা রোদ্দুরে শুইয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। নির্দেশমতো সন্তানকে ৩০ মিনিট ধরে রোদে শুইয়ে রাখায় মৃত্যু হল ৫ দিনের শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেইনপুরি শ্রী সাই হাসপাতালে। এই ঘটনায় চিকিৎসকের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার।
গত ১০ মে শ্রী সাই হাসপাতালে (Sri Sai Hospital) কন্যা সন্তান প্রসব করেছিলেন রীতা দেবী নামে এক মহিলা। গত ১৫ মে সদ্যোজাতর কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসককে তা জানান রীতাদেবী। চিকিৎসক সব শুনে পরামর্শ দেন শিশুকে হাসপাতালের ছাদে নিয়ে গিয়ে টানা রোদে ৩০ মিনিট ধরে শুইয়ে রাখার। পরামর্শ মতো সকাল ১১ টা ১০ নাগাদ শিশুকে ছাদে নিয়ে গিয়ে ৩০ মিনিট ধরে টানা রোদে শুইয়ে রাখেন রীতা দেবীর পরিবারের সদস্যরা। সেখানেই মৃত্যু হয় ওই সদ্যোজাতর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। এদিকে শিশুমৃত্যুর কথা জানতে পেরে পরিবারের ক্ষোভ এড়াতে হাসপাতাল ছেড়ে পালান অভিযুক্ত চিকিৎসক। এমনকী ঘটনার পর জোর করে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় সন্তানহারা মাকে।
[আরও পড়ুন: বড় পরিবার, সদস্য সংখ্যা কমাতে ২ সৎ বোনকে ‘খুন’ নাবালিকা দিদির!]
চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, টানা রোদে রাখার জন্য প্রবল গরমে হিট স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। এই ঘটনার কথা জানার পর ওই হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আরসি গুপ্তা বলেন, 'গোটা ঘটনার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি মৃতের পরিবারের অভিযোগ সত্যি হয়, তবে এই ঘটনা যে বড়সড় গাফিলতি, তাতে কোনও সন্দেহ নেই। অভিযোগ সত্যি হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।'
[আরও পড়ুন: ‘চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদি’, লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]
এদিকে এই ঘটনায় চিকিৎসাবিদদের তরফে দাবি করা হচ্ছে, কিছু ক্ষেত্রে সদ্যোজাতর জন্ডিস সংক্রান্ত সমস্যায় সূর্যের তাপ অত্যন্ত কার্যকরী। যদিও সেক্ষেত্রে সতর্ক থাকা উচিত যে সূর্যের তাপ কতখানি প্রখর। রোদের তাপ অত্যন্ত বেশি হলে তা রোগ সারানোর পরিবর্তে বিপদের ঝুঁকি বাড়াতে পারে।