shono
Advertisement

বন্যার ভুল ভিডিও সম্প্রচার করে সমালোচিত প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম

বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন৷ The post বন্যার ভুল ভিডিও সম্প্রচার করে সমালোচিত প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 PM Aug 20, 2018Updated: 01:42 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক ধরে বৃষ্টি চলছে কেরলে৷ সেই সঙ্গে ইদুক্কি বাঁধ থেকেও জল ছাড়া হয়৷ কোঝিকোড়, এরনাকুলাম, তিরুমালা, আলাপুড়ার অবস্থা ঘোরাল৷ সব মিলিয়ে দক্ষিণের এই রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে৷ প্রায় জলের তলায় তলিয়ে গিয়েছে বাড়ি, কৃষিজমি সবকিছুই৷ বন্যা প্রাণও কেড়েছে বহু মানুষের৷ এখন শিরোনামে কেরলের এই ভয়াবহ পরিস্থিতি৷ প্রতিটি সংবাদমাধ্যমেরই ফোকাস বন্যার দিকে৷ বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে কি না, উদ্ধারকাজ, ত্রাণ-এইসব বিষয়ের মিনিটে মিনিটের নির্ভুল আপডেট দর্শক বা পাঠকদের কাছে পৌঁছে দিতে মরিয়া সংবাদিকরা৷ কিন্তু সেই বন্যার ভুল ছবি সম্প্রচার করার অভিযোগ উঠল প্রথম সারির সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে৷

Advertisement

[কেরলের বন্যার্তদের নিয়ে ফেসবুকে রসিকতা, চাকরি খোয়ালেন যুবক]

দিনকয়েক আগে ওই প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রাইম টাইম বুলেটিনের আলোচ্য বিষয় ছিল কেরলের বন্যা৷ অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের একটি ভিডিও দেখানো হয়৷ ওই ভিডিওটি দেখানোর সময় উপস্থাপক দাবি করেন, দু’তলা বাড়ি জলের তোড়ে প্রথমে দুলতে শুরু করে৷ মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি৷ উপস্থাপক দাবি করেন, ওই বাড়িটি কেরলের কুশলনগরের৷ ওই বুলেটিনে বারবারই বাড়ি ভেঙে যাওয়ার ভিডিওটি দেখানো হয়৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় ওই ভিডিওটি৷ এই ভিডিওটি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক৷ কেরলের কুশলনগরের বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ তুলে ধরতে যে ভিডিওটি ব্যবহার করা হচ্ছে তা আদতে কেরলের নয়৷ অতিরিক্ত বৃষ্টিতে চলতি বছরের ৭ আগস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়াতেও একইরকমের পরিস্থিতি তৈরি হয়৷ জলের তলায় চলে যায় বিভিন্ন এলাকা৷ একটি দু্’তলা বাড়ি ভেঙে পড়ে৷ প্রাণ হারান দু’জন৷ বাড়ির মধ্যে আটকেও পড়েন বেশ কয়েকজন৷ বাঁকুড়ার এই ঘটনারই ভিডিও ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছে৷

[ফের মেঘভাঙা বৃষ্টি কেরলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা]

ভুল ভিডিও সম্প্রচারের বিষয়টি সামনে আসার পরেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে সমালোচকদের দাবি, দর্শক সংখ্যা বাড়াতেই এমন ভুল ভিডিও সম্প্রচার করেছে ওই চ্যানেল৷ ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা৷

The post বন্যার ভুল ভিডিও সম্প্রচার করে সমালোচিত প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement