সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক ধরে বৃষ্টি চলছে কেরলে৷ সেই সঙ্গে ইদুক্কি বাঁধ থেকেও জল ছাড়া হয়৷ কোঝিকোড়, এরনাকুলাম, তিরুমালা, আলাপুড়ার অবস্থা ঘোরাল৷ সব মিলিয়ে দক্ষিণের এই রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে৷ প্রায় জলের তলায় তলিয়ে গিয়েছে বাড়ি, কৃষিজমি সবকিছুই৷ বন্যা প্রাণও কেড়েছে বহু মানুষের৷ এখন শিরোনামে কেরলের এই ভয়াবহ পরিস্থিতি৷ প্রতিটি সংবাদমাধ্যমেরই ফোকাস বন্যার দিকে৷ বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে কি না, উদ্ধারকাজ, ত্রাণ-এইসব বিষয়ের মিনিটে মিনিটের নির্ভুল আপডেট দর্শক বা পাঠকদের কাছে পৌঁছে দিতে মরিয়া সংবাদিকরা৷ কিন্তু সেই বন্যার ভুল ছবি সম্প্রচার করার অভিযোগ উঠল প্রথম সারির সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে৷
[কেরলের বন্যার্তদের নিয়ে ফেসবুকে রসিকতা, চাকরি খোয়ালেন যুবক]
দিনকয়েক আগে ওই প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রাইম টাইম বুলেটিনের আলোচ্য বিষয় ছিল কেরলের বন্যা৷ অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের একটি ভিডিও দেখানো হয়৷ ওই ভিডিওটি দেখানোর সময় উপস্থাপক দাবি করেন, দু’তলা বাড়ি জলের তোড়ে প্রথমে দুলতে শুরু করে৷ মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি৷ উপস্থাপক দাবি করেন, ওই বাড়িটি কেরলের কুশলনগরের৷ ওই বুলেটিনে বারবারই বাড়ি ভেঙে যাওয়ার ভিডিওটি দেখানো হয়৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় ওই ভিডিওটি৷ এই ভিডিওটি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক৷ কেরলের কুশলনগরের বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ তুলে ধরতে যে ভিডিওটি ব্যবহার করা হচ্ছে তা আদতে কেরলের নয়৷ অতিরিক্ত বৃষ্টিতে চলতি বছরের ৭ আগস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়াতেও একইরকমের পরিস্থিতি তৈরি হয়৷ জলের তলায় চলে যায় বিভিন্ন এলাকা৷ একটি দু্’তলা বাড়ি ভেঙে পড়ে৷ প্রাণ হারান দু’জন৷ বাড়ির মধ্যে আটকেও পড়েন বেশ কয়েকজন৷ বাঁকুড়ার এই ঘটনারই ভিডিও ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছে৷
[ফের মেঘভাঙা বৃষ্টি কেরলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা]
ভুল ভিডিও সম্প্রচারের বিষয়টি সামনে আসার পরেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে সমালোচকদের দাবি, দর্শক সংখ্যা বাড়াতেই এমন ভুল ভিডিও সম্প্রচার করেছে ওই চ্যানেল৷ ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা৷
The post বন্যার ভুল ভিডিও সম্প্রচার করে সমালোচিত প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম appeared first on Sangbad Pratidin.