প্রসূন বিশ্বাস: আইএসএলের চলতি মরশুমে এখনও মুখোমুখি হয়নি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আগামী শনিবার মাঠে নামবে দুই দল। তবে তার আগেই ঘোষিত হল দ্বিতীয় লেগের ডার্বির দিনক্ষণ। আইএসএলের ফিরতি ডার্বি হবে ১১ জানুয়ারি। অন্যদিকে, মহমেডান এবং মোহনবাগানের দ্বিতীয় লেগের আর এক কলকাতা ডার্বি হবে ১ ফেব্রুয়ারি। মহামেডান ও ইস্টবেঙ্গলের মধ্যে দ্বিতীয় ডার্বি হবে ১৬ ফেব্রুয়ারি। সব ডার্বি ম্যাচ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
মাসদুয়েক আগে ঘোষিত হয় আইএসএলের প্রথম পর্বের সূচি। ডিসেম্বর পর্যন্ত লিগের ম্যাচগুলোর দিনক্ষণ প্রকাশ করা হয়। বুধবার আইএসএলের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্যায়ের সূচি প্রকাশ্যে এল। নতুন বছরের দ্বিতীয় দিনেই মাঠে নামবে মোহনবাগান। ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেডের ম্যাচ। নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে ৬ জানুয়ারি মাঠে নামবে ইস্টবেঙ্গল। গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেড খেলবে ঘরের মাঠে। ৩ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে নামবে মহামেডান।
চলতি বছরের আইএসএলে মোট ছটি কলকাতা ডার্বি খেলা হবে। প্রথম দফার সূচিতে তিনটি ডার্বির দিনক্ষণ ঘোষিত হয়েছিল। নতুন বছরে ফিরতি ডার্বিতে আবারও মুখোমুখি হবে তিন প্রধান। ১১ জানুয়ারি যুবভারতীতে খেলবে ইস্ট-মোহন। উল্লেখ্য, চলতি আইএসএলে এখনও মুখোমুখি হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ১৯ অক্টোবর খেলবে দুই দল। অন্যদিকে, প্রথম ডার্বিতে মহামেডানকে ৩-০ হারিয়েছে মোহনবাগান। দুই দলের ফিরতি ম্যাচ খেলা হবে ১ ফেব্রুয়ারি। এছাড়াও ইস্টবেঙ্গল বনাম মহামেডান ডার্বি খেলা হবে ১৬ ফেব্রুয়ারি, যুবভারতী ক্রীড়াঙ্গনে।