shono
Advertisement

দুঃসংবাদ ব্রাজিল শিবিরে, কোপায় হয়তো নেই নেইমার

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে চোট পান নেইমার।
Posted: 05:02 PM Nov 02, 2023Updated: 05:02 PM Nov 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকার (Copa America) আগেই দুঃসংবাদ ব্রাজিল (Brazil) শিবিরে। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের হয়তো নামা হচ্ছে না এই টুর্নামেন্টে। দেশের মাটিতেই অস্ত্রোপচার হবে তাঁর। অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে নেইমারের।
কোপা আমেরিকার আগে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে না  ব্রাজিলের তারকা ফুটবলারের পক্ষে। ফলে নেইমার ছাড়াই হয়তো নামতে হবে ব্রাজিলকে। ২০২৪ সালের কোপা আমেরিকা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ১৪ জুলাই পর্যন্ত। 

Advertisement

[আরও পড়ুন: সিএবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কাটল জট, বিশ্বকাপের টিকিট পেলেন বিধায়করা]

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধের একেবারে শেষের দিকে উরুগুয়ের এক ফুটবলারের ট্যাকলে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন নেইমার। বাঁ পা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলীয় তারকাকে। পরে পরীক্ষায় জানা যায় তাঁর বাঁ পায়ের হাঁটুর এসিএল ছিঁড়েছে।
নেইমার চোট পাওয়ার পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে জানানো হয়েছিল, আট মাসের মধ্যে আবার খেলতে পারবেন নেইমার। কোপা আমেরিকার আগেও মাঠে ফিরতে পারবেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী। ইনস্টাগ্রামে নেইমার লিখেছিলেন, ”এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি নিজে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছি না। তবে এবার আমার পরিবার ও বন্ধুদের আরও পাশে চাইছি।” 

 

[আরও পড়ুন: ODI World Cup 2023: ওয়াংখেড়েতে শাপমুক্তি হল না রোহিতের, ঘরের মাঠে ফের ব্যর্থ হিটম্যান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement