সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট বড় বালাই। চোটের জন্যই এই মরশুম শেষ হয়ে গেল নেইমারের (Neymar)। চোটের লাল চোখ দেখে একেবারে মাঠের বাইরে ব্রাজিলীয় ফুটবলার। প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain) নেইমারকে জানিয়ে দিয়েছে, তাঁর গোড়ালির লিগামেন্টের যা অবস্থা তাতে অস্ত্রোপচার ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই। আর অস্ত্রোপচার করলে তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে এই মরশুমে আর মাঠে দেখা যাবে না নেইমারের সর্পিল দৌড়।
নেইমারের যে চোট রয়েছে, তা জানা ছিল সবারই। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সাক্ষাতে যে নামতে পারবেন না ব্রাজিলীয় তারকা, তাও জানা ছিল সবারই। কিন্তু চোট যে এতটা গুরুতর, তা জানা ছিল না।
[আরও পড়ুন: কলকাতার পথে অনুব্রত, দোলেই কি দিল্লি যাত্রা কেষ্টর?]
কাতার বিশ্বকাপে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ২০ ফেব্রুয়ারি লিল-এর বিরুদ্ধে ম্যাচে ফের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলার পরে অস্ত্রোপচার করাই শ্রেয় বলে মনে হয়েছে। সেই কারণেই নেইমারকে এবার তোলা হবে অস্ত্রোপচারের টেবিলে। দোহায় তাঁর অনুশীলন হবে বলে জানা গিয়েছে। কিন্তু মাঠে ফিরতে ফিরতে লেগে যাবে তিন-চার মাস।