সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন লোগো উন্মোচন করল NHAI। সংস্থাটির পরিকাঠামো বিনিয়োগ ট্রাস্ট 'ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রা ট্রাস্ট' তথা NHIT'র নতুন লোগো প্রকাশ করার মধ্যে তারা। জানা যাচ্ছে, নতুন লোগোটির লক্ষ্য হল বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে NHIT ব্র্যান্ডের সম্পর্ক মজবুত করা এবং এর দায়বদ্ধতা, তৎপরতা, শ্রেষ্ঠত্ব, সততার মূল বিষয়টিকে তুলে ধরা।
নতুন লোগোটির আবরণ উন্মোচন করেন এনএইচএআইয়ের চেয়ারম্যান সন্তোষকুমার যাদব। নয়াদিল্লিতে সংস্থার সদর দপ্তরে তিনি নতুন লোগোটি প্রকাশ করেন। সেখানে এনএইচএআই ও এনএইচআইটির সিনিয়র কর্মীরাও উপস্থিত ছিলেন।
[আরও পড়ুন: কসবার অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন, ধোঁয়া দেখে হুড়োহুড়ি ক্রেতাদের]
২০২০ সালের অক্টোবরে সেবির সঙ্গে একটি ট্রাস্ট হিসেবে যুক্ত হয়েছিল এনএইচআইটি। কেন্দ্রের ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন এমএমপিকে সমর্থন করতেই এই পদক্ষেপ করা হয়। এই সংস্থায় এই মুহূর্তে ১৯০ জন বিনিয়োগকারী রয়েছেন।