shono
Advertisement

শিশু সুরক্ষা কমিশনের পর যাদবপুরের রেজিস্ট্রারকে শোকজ জাতীয় মানবাধিকার কমিশনের

রাজ্য সরকারকেও শোকজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
Posted: 08:47 PM Aug 14, 2023Updated: 09:20 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু সুরক্ষা কমিশনের পর জাতীয় মানবাধিকার কমিশন। ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে শোকজ। রাজ্য সরকারকেও শোকজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।

Advertisement

এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছ থেকে আগামী চার সপ্তাহ অর্থাৎ একমাসের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ছাত্রনিগ্রহ রুখতে UGC’র নির্দেশিকা আদৌ মানা হয়েছিল কিনা, তা ওই রিপোর্টে উল্লেখ করতে হবে।

[আরও পড়ুন: ‘যাদবপুরের ছেলেটাকে মেরেছে মার্কসবাদীরা’, বামেদের নিশানা মমতার]

ঠিক কীভাবে প্রথম বর্ষের ছাত্রটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটিও তৈরি হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনও ঘটনাটির তদন্ত করছে। এই ঘটনায় পকসো আইনে মামলা রুজুর আবেদন জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন। তবে আদৌ পকসো আইনে মামলা সম্ভব কিনা, তা সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

[আরও পড়ুন: কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান, ‘বাংলাকে ধমকানি, চমকানি নয়’, হুঙ্কার মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement