shono
Advertisement

Breaking News

কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করল এনআইএ

জঙ্গিদের অবাধ বিচরণক্ষেত্র সৌরার বাড়ি, আশঙ্কায় সিল করা হল৷ The post কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করল এনআইএ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Jul 10, 2019Updated: 02:23 PM Jul 10, 2019

মাসুদ আহমেদ, শ্রীনগর: উপত্যকায় আন্দোলন জারি রেখে, নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করার মতো দ্বিচারিতার জেরে, বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতানেত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আগেই৷ এর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ তারই মাঝে বুধবার সকালে জঙ্গিযোগ সন্দেহে নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করে দিল এনআইএ৷ সৌরা এলাকায় আনদ্রাবির বাড়িতে গিয়ে নোটিস ঝুলিয়ে এলেন এনআইএ-র আধিকারিকরা৷

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের রাজনৈতিক নাটকের নয়া পর্ব মুম্বইতে, শিবকুমারকে হোটেলে ঢুকতে বাধা]

বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুখতারান-এ-মিলাতের প্রধান আসিয়া আনদ্রাবি৷ জম্মু-কাশ্মীরে বরাবরই বেশ সমালোচিত নাম৷ ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে উপত্যকায় মহিলাবাহিনীকে নিয়ে রীতিমতো জঙ্গি প্রশিক্ষণ দিয়েছেন আনদ্রাবি৷ তাঁর বিরুদ্ধে কাশ্মীরিদের একাংশের অভিযোগ, তিনি নাকি শরিয়ত আইন চাপিয়ে কাশ্মীর উপত্যকার সংস্কৃতি পালটে দেওয়ার চেষ্টা করছেন৷ আর সে কারণে তিনি কিছুটা জনবিচ্ছিন্নও হন৷ আর সাম্প্রতিক সময়ে আনদ্রাবি স্বরাষ্ট্রমন্ত্রকের নজরাধীন বিচ্ছিন্নতাবাদী নেতৃত্বের শীর্ষে৷ নিজের দুই সন্তানের সুরক্ষার কথা ভেবে মালয়েশিয়ায় পড়তে পাঠিয়েছেন৷ আর লাগাতার বনধ ডেকে রাজ্যের পড়ুয়াদের ক্ষতি বৃদ্ধি করছেন৷ যা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে উপত্যকার সাধারণ মানুষের মধ্যে৷ স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করেছে, এধরনের নেতাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেবে৷

আপাতত আনদ্রাবি ও তাঁর স্বামী জেলবন্দি৷ এঁদের বিরুদ্ধে চলছে এনআইএ তদন্ত৷ আর তদন্ত চলাকালীনই আধিকারিকরা মনে করছেন, শ্রীনগরের সৌরায় আনদ্রাবির বাড়িটি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত৷ তাই এদিন সকালে গিয়ে এনআইএ-র আধিকারিকরা নোটিস দিয়ে আসেন৷ বিকাশ কাঠারিয়া, এনআইএ-র মুখ্য তদন্তকারী আধিকারিকের সই করা নোটিসে বলা হয়েছে, ইউএপিএ ধারায় বাড়িটি সিল করে দেওয়া হয়েছে৷ বাড়িটি বিক্রি, হস্তান্তর বা অন্য কোনও চুক্তি করা যাবে না এনআইএ-র আগাম অনুমতি ছাড়া৷

[আরও পড়ুন: ‘দাবাং’ শিরিনের জীবনই অনুপ্রেরণা, নেটদুনিয়ায় ভাইরাল তাঁর সংগ্রামের কাহিনি]

২০১৮ সালে আনদ্রাবি ও তাঁর দুই সঙ্গী নাহিদা নাসরিন এবং সোফি ফামিদা এনআইএ-র হাতে গ্রেপ্তার হয়ে দিল্লির তিহার জেলে৷ তাঁর স্বামী আশিক আহমেদ জম্মুর জেলে বন্দি গত ২০ বছর ধরে৷ এই পরিস্থিতিতে তাঁর বাড়ি নিয়ে এনআইএ-র নোটিস বেশ তাৎপর্যপূর্ণ৷

The post কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করল এনআইএ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement