shono
Advertisement

স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি, লোগোহীন ব্যাটেই খেলবেন রাহানেরা

ক্রিকেটারদের স্পনসরশিপ কি তাহলে ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে? The post স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি, লোগোহীন ব্যাটেই খেলবেন রাহানেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Nov 07, 2016Updated: 01:33 PM Nov 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট হয়তো দেখা যাবে৷ তবে সে দাপটের সাক্ষী থাকতে উইলোর গায়ে থাকছে না কোনও সংস্থার লোগো৷ কেননা ভারতীয় ক্রিকেটারদের থেকে স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি৷

Advertisement

ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করেনি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি৷ ফলত অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মতো ব্যাটসম্যানদের ব্যাটে এবার কোনও লোগো থাকছে না৷ ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে স্পনসর করা বেশ ব্যয়বহুল বিষয়৷ ধোনি, কোহলিদের ব্যাটে লোগো রাখার ক্ষেত্রে বছরে প্রায় ৭-১০ কোটি টাকা খরচ করে সংস্থাগুলি৷ বিভিন্ন বিষয়ে স্পনসরশিপের জন্য বিসিসিআই-কে বছরে প্রায় ৬০ কোটি টাকা দেয় নাইকি৷ গত ২০১৪-১৫ আর্থিক বর্ষে সংস্থার বিপুল পরিমাণ লোকসানের কারণেই এবার আর চুক্তি নবীকরণ করল না তারা৷ ফলত আসন্ন ইংল্যান্ড সিরিজে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারেরই ব্যাট থাকবে লোগোহীন৷ নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই অনেক ব্যাটম্যানকে লোগো ছাড়া ব্যাটেই খেলতে দেখা গিয়েছিল৷

ক্রিকেটারদের স্পনসর করা থেকে ইদানিং সরেও আসছে প্রখ্যাত সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি৷ নাইকির অন্যতম প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাডিডাসও ফুটবল, টেনিস, কবাডির মতো খেলায় স্পনসর করার পরিকল্পনা নিচ্ছে৷ আগামীদিনে ক্রিকেটারদের স্পনসরশিপ কি তাহলে ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে? নাইকির এই সিদ্ধান্ত সে সম্ভাবনাই উসকে দিয়েছে৷

The post স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি, লোগোহীন ব্যাটেই খেলবেন রাহানেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement