shono
Advertisement

অশান্তি অপছন্দ খুদে জননীর, সবরীমালায় প্রবেশের ইচ্ছে ৫০ বছর বয়সে

খুদের বার্তা মন ছুঁয়েছে সকলের৷ The post অশান্তি অপছন্দ খুদে জননীর, সবরীমালায় প্রবেশের ইচ্ছে ৫০ বছর বয়সে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Oct 20, 2018Updated: 08:57 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ ঘিরে থমথমে গোটা কেরল৷ ভক্তদের আন্দোলনের জেরে কার্যত নতিস্বীকার করেছেন মহিলা পুণ্যার্থীরা৷ এখনও পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারেননি কেউই৷ তারই মাঝে মর্মস্পর্শী বার্তা নিয়ে সবরীমালার সামনে হাজির হল ন’বছরের একটি মেয়ে৷ নাম জননী। প্ল্যাকার্ডে সে লিখেছে, অশান্তির আবহে আর মন্দিরে প্রবেশ করতে চায় না সে৷ বরং পঞ্চাশ বছর বয়সেই মন্দিরে ঢুকবে সে৷

Advertisement

[সবরীমালা নিয়ে নতিস্বীকার, রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে কেরল সরকার]

গত ২৮ সেপ্টেম্বর, যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট৷ প্রায় একশো বছরের রীতি মেনে সেই রায় অনুযায়ী গত বুধবার বিকাল পাঁচটার পর থেকেই সব মহিলাদের জন্য খুলে যাওয়ার কথা সবরীমালা মন্দিরের দরজা৷ কিন্তু সর্বোচ্চ আদালতের রায় মানতে নারাজ ভক্তেরা৷ সবরীমালায় মহিলারা প্রবেশাধিকার পেয়েছেন ঠিকই, কিন্তু প্রবেশ করতে পারেননি কেউই৷ পুরনো নিয়মের হেরফের হোক, চান না তাঁরা৷ তাই মন্দিরের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ভক্তেরা৷ কোনও মহিলাকেই মন্দিরে প্রবেশ করতে দিচ্ছেন না৷ আন্দোলন-বিক্ষোভে কার্যত নতিস্বীকার করে নিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ রিভিউ পিটিশন দাখিল হয়েছে ইতিমধ্যেই৷ ট্রাস্টি বোর্ডের তরফে চিঠি লিখে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেরলে শান্তি যাতে বিঘ্নিত না হয় তাই এখন সবরীমালায় মহিলা প্রবেশ সম্ভব নয়৷ প্রয়োজনে মন্দির বন্ধ রাখা হতেও পারে৷

[অমৃতসরের দুর্ঘটনায় কোনও আর্থিক সাহায্য নয়, দায় ঝাড়ল রেল]

আদালতের রায়, ভক্তদের আন্দোলনেও কিছুই বুঝতে পারছে না বছর নয়েকের ছোট্ট জননীর৷ মাদুরাই থেকে বাবা-মায়ের সঙ্গে সবরীমালা মন্দিরে আসে সে৷ থমথমে পরিস্থিতিতেও আলাদাভাবে সকলের নজর কেড়েছে জননী৷ তার গলায় ঝোলানো একটি প্ল্যাকার্ডই আকর্ষণের কেন্দ্রবিন্দু৷ জননীর বাবা বলেন, ‘‘সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে আমরা জানি না৷ আমার মেয়ের আর কয়েকদিন পর দশ বছর পূর্ণ করবে৷ এবার মন্দিরে ঢুকতে পারল না সে৷ তাই আমি চাই পঞ্চাশ বছর পেরোলেই সবরীমালায় প্রবেশ করুক জননী৷’’

এদিকে, পঞ্চাশোর্ধ্ব বেশ কয়েকজন মহিলা শনিবার সবরীমালা মন্দিরের সামনে গিয়ে জড়ো হন৷ তবে বয়সের উপযুক্ত প্রমাণপত্র না দেখাতে পারার ফলে মন্দিরে ঢোকা হয়নি তাঁদের৷

The post অশান্তি অপছন্দ খুদে জননীর, সবরীমালায় প্রবেশের ইচ্ছে ৫০ বছর বয়সে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement