সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক প্রতারণায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী নীরব মোদির প্রাসাদোপম বাংলো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার৷ অভিযোগ, আলিবাগে সমুদ্র সৈকতের ধারে বেআইনি ভাবে তৈরি হয় এই বাংলোটি৷ এবং দীর্ঘদিন ধরেই যা নিয়ে সমস্যা চলছিল৷ অবশেষে শুক্রবার সকালে ১০০ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার স্কোয়্যার ফুটের বাংলাটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার৷
[অযোধ্যা মামলায় মধ্যস্থতার পক্ষে রায় সুপ্রিম কোর্টের]
জানা গিয়েছে, বেআইনি ভাবে সমুদ্রের তীরে এই বাংলো তৈরি হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। অনেকদিন ধরেই এই বাংলো ভাঙার কাজ চলছিল৷ কিন্তু বাংলোর পিলার এবং গাঁথনি মজবুত হওয়ায় বেগ পেতে হয় কর্মীদের৷ কেবলমাত্র কয়েকটি কাঁচের জানলা, দরজা ভাঙা সম্ভব হয়৷ কিন্তু মেঝে, পিলার এবং ছাদ ভাঙা সম্ভব হচ্ছিল না৷ সূত্রের খবর, একপ্রকার বাধ্য হয়েই ডিনামাইট দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার৷ প্রায় শ’খানেক বিস্ফোরক ব্যবহার করে শুক্রবার সকালে বাংলোটি গুঁড়িয়ে দেওয়া হয়।
[পুলওয়ামার হামলা মোদি-ইমরানের ‘ম্যাচ ফিক্সিং’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার]
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকার প্রতারণা করে পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদি৷ দেশ ও বিদেশ মিলিয়ে তার সর্বমোট ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ এই প্রতারণার খবর সামনে আসার আগেই দেশ ছেড়ে পালান তাঁরা৷ তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি৷ ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল৷ একা নীরব মোদি নন, রেড কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নীরবের বোনের নামেও জারি হয়েছে রেড কর্নার নোটিস৷ নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও নোটিস জারি হয়েছে৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷
The post নীরব মোদির অট্টালিকা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার appeared first on Sangbad Pratidin.