shono
Advertisement

চার বছরে নারী সুরক্ষায় এক টাকাও খরচ হয়নি ‘নির্ভয়া ফান্ড’ থেকে

তাহলে দেশের নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে কোনও অত্যাচার হচ্ছে না? The post চার বছরে নারী সুরক্ষায় এক টাকাও খরচ হয়নি ‘নির্ভয়া ফান্ড’ থেকে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:10 PM Jan 26, 2017Updated: 08:40 AM Jan 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি বাঁচতে চাই”৷ কথাটা বলার শক্তি ছিল না৷ ছোট্ট একটা কাগজের টুকরোতে লিখে ডাক্তারদের জানিয়েছিলেন ২৩ বছরের মেয়েটা৷ তখনও দেশ তাঁর নাম জানত না৷ তাই নির্ভয়া নাম দিয়েছিল তাঁকে৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর নৃশংসভাবে তাঁকে ধর্ষণ করা হয়েছিল৷ তেরো দিন বাঁচার জন্য আপ্রাণ লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছিলেন দিল্লির জ্যোতি সিং পান্ডে৷ কিন্তু তাঁর লড়াইকে থেমে যেতে দেয়নি দেশবাসী৷ রাজধানী সাক্ষী হয়েছিল ঐতিহাসিক বিক্ষোভের৷

Advertisement

ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

নির্ভয়াকে ঘিরে আবেগের কথা মাথায় রেখেই ২০১৩ সালে তৎকালীন ইউপিএ সরকার শুরু করেছিল ‘নির্ভয়া ফান্ড’৷ বরাদ্দ হয়েছিল ১০০০ কোটি টাকা৷ ঠিক হয়েছিল নারী ও শিশুকন্যাদের নিরাপত্তার জন্য খরচ করা হবে এই টাকা৷ আজও রয়েছে সেই ফান্ড৷ অটুট৷ একটি টাকাও খরচ হয়নি সেই বরাদ্দ থেকে৷ তাহলে কী দেশে নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে কোনও অপরাধ ঘটছে না? ঘটছে না কোনও ধর্ষণ, নিগ্রহ?

অল্পের জন্য দুর্ঘটনা এড়াল জন শতাব্দী এক্সপ্রেস, নিরাপদে ৭০০ যাত্রী

হচ্ছে এবং বাড়ছে৷ ক্রমাগত বেড়েই চলেছে৷ অন্তত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (NCRB) ২০১৫ সালের এই পরিসংখ্যান তাই বলছে৷ জাতীয় এই ব্যুরোর সাম্প্রতিক হিসেব আনুযায়ী দেশে ৩৪,৬৫১টি মামলা নথিভুক্ত হয়েছে৷ আর এই মামলাগুলির মধ্যে শতকরা ৯৫ ভাগ মহিলারাই ধর্ষককে চিহ্নিত করেছেন৷ কিন্তু সুফল ক’জন পেয়েছেন কিংবা নির্ভয়া ফান্ডের কথা তাঁরা আদেও জানেন কিনা, সেই প্রশ্নের উত্তর জানা নেই ৬৮তম সাধারণতন্ত্র দিবসেও৷

তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা

The post চার বছরে নারী সুরক্ষায় এক টাকাও খরচ হয়নি ‘নির্ভয়া ফান্ড’ থেকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement