সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টানা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট পেশ করলেন তিনি। ভারতের ইতিহাসে এত লম্বা ভাষণ আগে কোনও অর্থমন্ত্রী দেননি। আর এত লম্বা বাজেট পেশ করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়লেন নির্মলা সীতারামণ। শেষের দু’পাতা আর পড়তেই পারলেন না। স্পিকারকে বললেন, ‘আর মাত্র ২টো পাতা বাকি আছে।’ রীতিমতো অসুস্থ বোধ করায় বসে পড়লেন তিনি।
এদিন সকাল ১১টায় সংসদে বাজেট পড়া শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শেষ করেন বেলা ১টা ৪১ মিনিটে। রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক দাওয়াইয়ের কথা বলেন তিনি। টানা ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে বাজেট পড়েন সীতারমণ। বিশ্রাম নেননি এতটুকু। কিন্তু শেষ পর্যন্ত এন্ডিং লাইনে পৌঁছতে পারলেন না তিনি। বিস্তারিত বাজেট পড়লেও সম্পূর্ণটা পড়ে উঠতে পারলেন না। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন। আর পড়বেন নাই বা কেন, দীর্ঘ বক্তৃতায় একবারের জন্যও বিশ্রাম নেননি তিনি। জলও খাননি। তাই ক্লান্ত হয়ে নিজের আসনে বসে পড়লেন তিনি। জল খেলেন। আর স্পিকারকে বললেন, ‘আর মাত্র ২টো পাতা বাকি। আমার মনে হয় আর পড়তে পারব না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটি খেয়াল করেন। আস্তে করে ঘাড় নাড়েন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও থাম্বস-আপ দেখান। তারপরই বাজেট পড়ায় ইতি দেন নির্মলা।
[ আরও পড়ুন: বাজেট ২০২০: আয়করে ব্যাপক ছাড় ঘোষণা নির্মলার, বাড়ছে উর্ধ্বসীমাও ]
নির্মলা সীতারমণের আগে কোনও অর্থমন্ত্রী এতক্ষণ সময় ধরে বাজেট পেশ করেননি। এবারের বাজেটে রেকর্ড গড়লেন নির্মলা। অবশ্য তিনি এর আগেও দীর্ঘ বাজেট পেশ করেছেন। গত বছর তিনি ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে বাজেট পড়েছিলেন। আর এবার বাজেট পড়া শেষ করলেন ২ ঘণ্টা ৪১ মিনিট পর। অবশ্য একগুচ্ছ নতুন ঘোষণা ও পরিবর্তনের কচকচানির মাঝে পার্লামেন্টের ভারী আবহাওয়ার একটু বদল আনলেন নির্মলা। ভাষণের মাঝেই কবিতা আওড়ালেন তিনি। তাও হিন্দি বা ইংরেজি নয়, কাশ্মীরি কবিতায় মুগ্ধ করলেন সকলকে। কবিতার নাম ‘মায়ও বতন’। কাশ্মীরি কবি দীনানাথ কউল এর রচয়িতা। কবিতার সারমর্ম বেশ মিষ্টি। দীনানাথজি কবিতায় লিখেছিলেন, ‘আমাদের এই দেশ শালিমার বাগের মতো, ডাল লেকে ফোটা পদ্ম ফুলের মতো, জওয়ানের গরম রক্তের মতো। পৃথিবীর সব দেশের মধ্যে আমাদের দেশই সেরা।’ কোথাও যেন বাঙালি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সকল দেশের সেরা’র প্রতিধ্বনী অনুরণিত হল পার্লামেন্টে।
[ আরও পড়ুন: কাশ্মীরবাসীর মন পেতে কল্পতরু কেন্দ্র, বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের ]
The post দীর্ঘতম বাজেটের রেকর্ড, বক্তব্য শেষ করতে পারলেন না নির্মলা appeared first on Sangbad Pratidin.