সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৩ মাস ধরে লাগাতার নির্বাচনী প্রচারের পর অবশেষে সাফল্য এসেছে। দিল্লিতে ফের এনডিএ সরকার গঠনের অন্যতম কারিগর হয়ে উঠেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। নির্বাচনী যুদ্ধে জয়লাভের পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার নেওয়ায় পাটনার এক হাসপাতালে চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি।
সূত্রের খবর, শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বিহারে (Bihar)। সেখানে উপস্থিত হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, সেখানেই সহকর্মীদের জানিয়েছিলেন হাতে প্রবল যন্ত্রণার কথা। শুক্রবার রাতে যন্ত্রণা আরও প্রবল আকার নেয়। এর পর সকালে পরিস্থিতি আরও গুরুতর আকার নিলে তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনার এক হাসপাতালে (Hospital)। সেখানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসকরা তাঁর হাতের পরীক্ষা নিরীক্ষা করেন। পর্যাপ্ত বিশ্রামের নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন নীতীশ কুমার (Nitish Kumar)।
[আরও পড়ুন: ভোট মিটতেই সম্মুখ সমরে! জলসংকটে কেজরি সরকারের বিরুদ্ধে কলসি ভেঙে বিক্ষোভ কংগ্রেসের]
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নির্বাচন উপলক্ষে অত্যন্ত ব্যস্ত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারে লাগাতার প্রচার তো বটেই। দিল্লিতেও দফায় দফায় সফর করতে হয়েছে নীতীশকে। এনডিএ সরকার গঠনের পর সেই ব্যস্ততা আরও কিছুটা বেড়েছে নীতীশের। গত ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহন অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। সেখান থেকে শুক্রবার পাটনা ফিরে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। এর পর হাতের যন্ত্রণায় কাবু হয়ে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: হিজাব বিতর্কের পর বাংলায় তিলক-তরজা! স্কুলের সামনে বিক্ষোভ ‘সনাতনী’দের]
অবশ্য লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনও মাঝে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন নীতীশ কুমার। জানা গিয়েছিল, প্রচণ্ড গরমে কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে অল্প কিছুদিনের বিশ্রামের পর ফের স্বমহিমায় প্রচারের ময়দানে নেমে পড়েছিলেন নীতীশ।