সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর পালটু কাণ্ডে হতবাক গোটা দেশের রাজনৈতিক মহল। কেউ বলছেন ‘গিরগিটি’, কেউ বলছেন ‘আয়া রাম, গয়া রাম’। রবিবার সকালেই ইস্তফা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিকেলের মধ্যেই বিজেপিকে সঙ্গী করে ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কথা। এই বাজারে নীতীশের একটি পুরনো ভিডিও নতুন করে প্রকাশ্যে এসেছে। যেখানে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান দাবি করেন, “মরে গেলেও বিজেপির সঙ্গে থাকব না।” নেটেজেনদের বক্তব্য, এটাই বর্তমান ভারতের রাজনৈতিক নেতাদের চরিত্র।
২০২৩ সালের জানুয়ারি মাসে রেকর্ড করা হয় ভিডিওটি। মাস ছয়েক আগে, ২০২২ সালের অগস্টে এনডিএ ছেড়েছিলেন নীতীশ। ভিডিওতে দেখা গিয়েছে, সংবাদিকরা প্রশ্ন করছেন, আরজেডি এবং কংগ্রেসের ‘মহাগঠবন্ধন’ ছেড়ে আবার কি বিজেপির জোটসঙ্গী হবেন তিনি? উত্তরে নীতীশ বলেন, ‘‘প্রশ্নই ওঠে না! মৃত্যুবরণ করব, তবু ওদের সঙ্গে জোট করব না।’’ আরজেডি নেতা তেজস্বী যাদবের পাশে দাঁড়িয়ে জেডিইউ সুপ্রিমো এও স্বীকার করেছিলেন, বিজেপির সঙ্গে জোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।
[আরও পড়ুন: পালটু নীতীশকে ‘গিরগিটি’, ‘আয়া রাম গয়া রাম’ আখ্যা কংগ্রেসের, কটাক্ষ দিলীপেরও]
অপরপক্ষে বিহার বিজেপির তৎকালীন প্রধান সঞ্জয় জয়সওয়াল তোপ দেগেছিলেন নীতীশের বিরুদ্ধে। বলেছিলেন, “নীতীশ এক জন স্বভাবগত বিশ্বাসঘাতক, যিনি প্রধানমন্ত্রীর বিশ্বাসের অপব্যবহার করেছেন।’’ গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, নীতীশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। যদিও রাজনৈতিক বাস্তবতা অন্য খেল দেখাচ্ছে। সেখানে নৈতিকতা বলে কিছু হয় না। খোদ নীতীশ যেমনটা জানিয়েছেন, রাজনীতিতে ঠিক বলে কিছু নেই।