সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার বিজেপির (BJP) নজরে বিহার। এনসিপির মতোই আড়াআড়িভাবে ভাঙতে পারে নীতীশ কুমারের দল জেডিইউ। এমনটাই দাবি বর্ষীয়ান বিজেপি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির। তিনি বলছেন, জেডিইউয়ের আড়াআড়িভাবে ভাঙাটা সময়ের অপেক্ষা।
বস্তুত, নীতীশ কুমার (Nitish Kumar) বিজেপির সঙ্গ ছাড়ার পর থেকেই তাঁর দলে ভাঙন ধরানোর চেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির। এমনকী, আরসিপি সিংয়ের মতো প্রথম সারির জেডিইউ নেতাকে দলে টেনেও নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু দলে ভাঙনের আশঙ্কা উপেক্ষা করেই বিহারের মুখ্যমন্ত্রী দেশব্যাপী বিরোধী ঐক্যের সূত্রধর হওয়ার চেষ্টা করছেন। যে কারণে আরও মরিয়া বিজেপি। সদ্য মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙনের পর সেই মডেলেই নীতীশের দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। বিজেপি নেতারা প্রকাশ্যে সে কথা মেনেও নিচ্ছেন।
[আরও পড়ুন: তালিকায় নাম থাকা সত্ত্বেও বিশেষ কারণে কাটোয়ার প্রচারে যাচ্ছেন না সায়নী]
খোদ বিহার বিজেপির অন্যতম মুখ সুশীল মোদি বলছেন,”নীতীশ কুমারের দল যে কোনও দিন ভেঙে যেতে পারে। এটা শুধু সময়ের অপেক্ষা। আগামী কয়েকদিনে সবকিছুই হওয়া সম্ভব।” বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলছেন,”গত লোকসভা নির্বাচনে জেডিইউ ১৭টি আসন পেয়েছিল। এবার যা পরিস্থিতি তাতে ওরা ৮-১০টার বেশি আসন পাবে না। সবাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। জেডিইউয়ের অন্দরে এখন আতঙ্কের আবহ।”
[আরও পড়ুন: ‘করমণ্ডলের ধাঁচে আবার দুর্ঘটনা ঘটবে’, হুমকি দিয়ে চিঠি রেলের দপ্তরে]
বস্তুত দলে যে ভাঙন ধরতে পারে, সেই আশঙ্কা নীতীশও যে করছেন না, তা নয়। মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙনের পরই নিজের দলের প্রত্যেক বিধায়ক, সাংসদকে ডেকে আলাদা করে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। সুশীল মোদি বলছেন, ভয় পেয়েই এই ধরনের পদক্ষেপ করছেন নীতীশ।