shono
Advertisement

বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া চলবে না, অসমের মন্ত্রীর দাবিতে বিতর্ক

ফাটল অগপ-বিজেপি জোটে! The post বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া চলবে না, অসমের মন্ত্রীর দাবিতে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM Apr 13, 2018Updated: 02:02 PM Dec 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে বসবাসকারী ‘বাংলাদেশি’ হিন্দুদের নাগরিকত্ব ইস্যুতে ফের সংঘাতের পথে বিজেপি ও শরিক দল অসম গণ পরিষদ (অগপ)। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন অগপ সভাপতি ও অসমের কৃষিমন্ত্রী অতুল বোরা।

Advertisement

[বাঁচতে চাইলে পালাও, হুমকি পেয়েও আসিফার জন্য লড়ছেন এই মহিলা আইনজীবী]

তিনি বলেন, “১৯৭১ সালের ২৪ মার্চের পর অসমে প্রবেশ করা কোনও বাংলাদেশিকে নাগরিকত্ব দেওয়া চলবে না। কেন্দ্রের সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল ২০১৬-র বিরোধিতা করবে দল। ২৪ মার্চের পর আসা হিন্দু বাংলাদেশিদের নাগরিকের স্বীকৃতি দিতে চাইলেও আমরা তা সমর্থন করি না। ১৯৮৫ সালের ঐতিহাসিক অসম চুক্তিকে সন্মান দেখাক কেন্দ্র।”

অতুল বোরা দাবি তোলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব বেআইনি বিদেশি অনুপ্রবেশকারীকে অসম থেকে বিতাড়িত করতে হবে। অগপ নেতার অভিমত, অসমের সমাজ ধর্মনিরপেক্ষ। তাই কখনই ধর্মের ভিত্তিতে অবৈধ বিদেশিদের ভাগাভাগি করতে দেওয়া হবে না। অসমের স্বার্থের ক্ষতি হলে প্রয়োজনে রাজ্যে মন্ত্রিপদ ছাড়তেও দ্বিধা করবেন না, বলেও জানিয়ে দেন তিনি। বলেন, অগপ সবসময়ই রাজ্যবাসীর দাবি, চাহিদার ব্যাপারে সংবেদনশীলতা দেখাবে। তিনি আরও জানান, অসমে সর্বশেষ আপডেট হওয়া জাতীয় নাগরিক পঞ্জিতে যাতে কোনও অবৈধ বিদেশির নাম অন্তর্ভুক্ত না করা হয়, তা সুনিশ্চিত করবে অগপ।

সামনের বছর অসমে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট। তার আগেই বিজেপি ও অগপ-র মধ্যে টানাপোড়েন উসকে দিয়েছে জল্পনা। বিজেপি-র সঙ্গে জোট বজায় রাখা নিয়ে প্রশ্ন করা হলে বোরা জানান, তাঁর দল এনডিএ জোটের শরিক। কোনও ‘থার্ড ফ্রন্ট’-এ যাওয়ার কথা ভাবছে না দল। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনের আগে বিজেপি-র সঙ্গে হাত মেলায় আঞ্চলিক দল অগপ। তবে হিন্দু বাংলাদেশিদের নিয়ে দু’দলের মত ভিন্ন। তবে কংগ্রেসকে হারাতে মতভেদ দূরে সরিয়ে জোট গড়ে তারা।

[জরুরি ভিত্তিতে পঞ্চায়েত মামলার শুনানি নয়, ডিভিশন বেঞ্চে রাজ্যের আরজি খারিজ]

The post বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া চলবে না, অসমের মন্ত্রীর দাবিতে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার