shono
Advertisement

স্মার্ট সিটির তালিকায় ফের বঞ্চিত বাংলা

সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিকে সুবিধা দেওয়া হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছেন৷ The post স্মার্ট সিটির তালিকায় ফের বঞ্চিত বাংলা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Sep 21, 2016Updated: 09:17 AM Sep 21, 2016

স্টাফ রিপোর্টার: আবার বঞ্চিত বাংলা৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে তৃতীয় দফায় স্মার্ট সিটির তালিকা প্রকাশ করা হয়েছে৷ দেশের বারোটি রাজ্যের সাতাশটি শহরকে এই তালিকায় স্থান দেওয়া হলেও তাতে বাংলার কোনও শহর নেই৷ উত্তরপ্রদেশ থেকে এবারের তালিকায় তিনটি শহরের নাম রয়েছে৷ তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীও রয়েছে৷ আগামী বছর দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন৷ পাঞ্জাবের দু’টি শহর অমৃতসর ও লুধিয়ানা এবং গুজরাতের ভদোদরা এদিনের তালিকায় ঠাঁই পেয়েছে৷ অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তীর্থস্থান তিরুপতিও স্মার্ট সিটির তালিকায় এসেছে৷

Advertisement

সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিকে সুবিধা দেওয়া হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছেন৷ পশ্চিমবঙ্গ, বিহারের মত রাজ্যের কোনও শহরের নাম এবারেও তালিকাতে নেই৷ এখনও পর্যন্ত স্মার্ট সিটির তালিকায় পশ্চিমবঙ্গের নিউটাউনই জায়গা পেয়েছে৷ দেশের ষাটটি শহরকে আন্তর্জাতিক মানের পরিষেবাসম্পন্ন্ স্মার্ট সিটি করার জন্য কেন্দ্র পাঁচ বছরে আটচল্লিশ হাজার কোটি টাকা খরচ করবে৷ প্রকল্পে থাকা শহর প্রতি বছর একশো কোটি টাকা পাবে৷

 

The post স্মার্ট সিটির তালিকায় ফের বঞ্চিত বাংলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement