shono
Advertisement

ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল

অনাস্থা প্রস্তাব সমর্থন করেছেন ২২ জন কাউন্সিলর। The post ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Mar 18, 2019Updated: 07:44 PM Mar 18, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোটের মুখে খোদ চেয়ারম্যানই দল বদলে ফেলেছেন। তবে, শাসকদল পরিচালিত পুরসভায় খুব একটা চাপে পড়তে হচ্ছে না তৃণমূলকে। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিলেন ২২ জন তৃণমূল কাউন্সিলর। পুরসভার অচলাবস্থা কাটাতে সোমবার বিধানসভা ভবনে দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে যথারীতি গরহাজির ছিলেন অর্জুন সিং অনুগামী বেশ কয়েকজন কাউন্সিলর।  

Advertisement

[ হিন্দি বলয়ে জনসংযোগে হোলিই হাতিয়ার তৃণমূলের]

পঁয়তিরিশ আসনের ভাটপাড়া পুরসভার খাতায়-কলমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলেরই। শাসকদলের কাউন্সিলর ৩৩ জন আর সিপিএমের ১ জন। কাউন্সিলরের মৃত্যুর পর আপাতত একটি আসন খালি। দিন কয়েক আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। আর তাতেই অচলাবস্থা ভাটপাড়া পুরসভায়ও। কারণ, শুধু বিধায়কই নন, ভাটাপাড়া পুরসভার চেয়ারম্যানও অর্জুন সিংই। আর বারাকপুর শিল্পাঞ্চলে তাঁর রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তিও যথেষ্ট। তাঁর দলত্যাগের পরে কাউন্সিলরদের মধ্যেও বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সোমবার ভাটাপাড়ার পুরসভার তৃণমূল কাউন্সিলরদের বিধানসভা ভবনে বৈঠকে ডেকেছিলেন পুর ও নগরোয়ন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, ৩৩ জন কাউন্সিলররের মধ্যে ২১ জনই যোগ দিয়েছিলেন বৈঠকে। সকলেই দলত্যাগী চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্তা আনার প্রস্তাবে সহমত হন। আর একজন কাউন্সিলর ফোনে তৃণমূল কংগ্রেসেই থাকার কথা জানিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লোকসভা ভোটের পর মহকুমা শাসকের কাছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্তার প্রস্তাবের আরজি জানিয়ে চিঠি পাঠাবেন শাসকদলের ২২ জন কাউন্সিলর। নিয়মাফিক চিঠি দেওয়ার ১৫ দিন পর হবে ভোটাভুটি। তবে নিরাপত্তাজনিত কারণেই যেসব কাউন্সিলর অনাস্তা প্রস্তাব সমর্থন করেছেন, তাঁদের প্রকাশ্যে আনেনি তৃণমূল নেতৃত্ব।

এদিনের বৈঠকে হাজির ছিলেন শাসকদলের উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক পার্থ ভৌমিক-সহ জেলার শীর্ষ নেতারা। এমনকী, পানিহাটি, হালিশহর, নিউ বারাকপুর, কাঁচরাপাড়ার পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরও বৈঠক যোগ দিয়েছিলেন।  

[ ভোট মিটলেই শহরে আসছে অ্যানাকোন্ডা]

The post ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement