shono
Advertisement

মলাট ছেড়ে ডিজিটাল ক্লাসরুমে মেতেছে এই স্কুলের পড়ুয়ারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের সময় শেষ৷ তবু পড়াশোনাতেই ব্যস্ত ছাত্র-ছাত্রীরা৷ না, কোনও অভিযোগ নেই, বই খুলে বসার বিরক্তিও নেই৷ কেননা হাতে ধরা ট্যাবেই যে পড়াশোনা ঝালিয়ে নিচ্ছে পড়ুযারা৷ কোনও ঝাঁ চকচকে শহুরে স্কুলের দৃশ্য নয় এটি৷ বরং যে স্কুলের ছাত্রছাত্রীরা এভাবে পড়াশোনা করছে, তা প্রত্যন্ত গ্রামেই বলা যায়৷ থানে শহর থেকে ৯০ কিমি দূরে এক […] The post মলাট ছেড়ে ডিজিটাল ক্লাসরুমে মেতেছে এই স্কুলের পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:13 PM Sep 05, 2016Updated: 02:16 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের সময় শেষ৷ তবু পড়াশোনাতেই ব্যস্ত ছাত্র-ছাত্রীরা৷ না, কোনও অভিযোগ নেই, বই খুলে বসার বিরক্তিও নেই৷ কেননা হাতে ধরা ট্যাবেই যে পড়াশোনা ঝালিয়ে নিচ্ছে পড়ুযারা৷ কোনও ঝাঁ চকচকে শহুরে স্কুলের দৃশ্য নয় এটি৷ বরং যে স্কুলের ছাত্রছাত্রীরা এভাবে পড়াশোনা করছে, তা প্রত্যন্ত গ্রামেই বলা যায়৷ থানে শহর থেকে ৯০ কিমি দূরে এক স্কুলের ছাত্র-ছাত্রীরা এভাবেই চমকে দিল সারা দেশকে৷ সৌজন্যে অবশ্যই শিক্ষক সন্দীপ গুন্ড৷

Advertisement

পঠনপাঠনে প্রযুক্তি ব্যবহারের নিরিখে এই স্কুলটি অনেক বড় স্কুলকেও মাত দিতে পারে৷ স্কুলটি থানে শহর থেকে ৯০ কিমি দুরে অবস্থিত৷ যেখানে বিদ্যুৎ প্রায়ই থাকে না৷ ৮ বছর আগে সন্দীপ গুন্ড নামে এক শিক্ষক এই স্কুলের দায়িত্ব নেন৷ তখন স্কুলের দৈনিক উপস্থিতির হার থাকত ৫০ শতাংশর কম৷ কিন্তু রাতারাতি ছবিটা পাল্টে গেল৷ এখন এ স্কুলে ড্রপ আউটের সংখ্যা নেহাতই হাতে গোনা৷

আজকাল স্কুল ছুটির পরেও ছাত্রছাত্রীরা তাদের ‘ট্যাবলেট’-এ কোন একটা অধ্যায় অনুশীলনে ব্যস্ত থাকে৷ তাদের স্কুল এখন ‘ডিজিটাল’ স্কুল হয়ে গেছে৷ সেই কালো ব্ল্যাক বোর্ড সরিয়ে এখন সেখানে সাদা ‘ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড’ বসেছে৷ স্কুলে আছে ওয়াই ফাই৷ গুন্ড জানান, ২০১০ সালে তিনি সরকারী অনুদান কাজে লাগিয়ে এই ডিজিটাল স্কুল তৈরি করেন৷ তারপর থেকে অন্যান্য জেলা স্কুলগুলিও এই মডেল অনুসরণ করে স্কুল তৈরি করতে শুরু করেছে৷ প্রথমে একটি টেলিভশন দিয়ে শুরু করে এখন তাঁর কাছে প্রত্যেক ঘর ‘চাইল্ড থিয়েটার ক্লাসরুম’৷ স্থানীয় বাসিন্দারা প্রথম থেকেই তাঁকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন৷ আর এখন এই টেকনোলজি তাঁর পড়ুয়াদের কাছে পড়াশোনাকে চমকপ্রদ করে তুলতে সাহায্য করছে৷ বই যে কেবল মোটা বাইন্ডিং আর মলাটের হতে হবে এমনটা নয় তা প্রমাণ করে দিয়েছেন সন্দীপ গুন্ড৷ আর তাঁর ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে পঠনপাঠনে আনন্দ থাকলে কত মজা করে পড়াশোনা করতে পারে তারা৷

The post মলাট ছেড়ে ডিজিটাল ক্লাসরুমে মেতেছে এই স্কুলের পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement