shono
Advertisement

হিন্দু যুব বাহিনীর অনুষ্ঠানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, দাবি অস্বীকার দিল্লি পুলিশের

শুনানিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।
Posted: 04:52 PM Apr 14, 2022Updated: 04:52 PM Apr 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত ধর্ম সংসদে কোনও সম্প্রদায়ের বিরুদ্ধেই কোনও বিদ্বেষমূলক বক্তব্য রাখা হয়নি। সুপ্রিম কোর্টকে (Supreme Court) দেওয়া হলফনামায় এমনটাই জানাল দিল্লি পুলিশ। অভিযোগ ছিল, গত বছরের ১৯ ডিসেম্বর ওই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখা হয়েছে। সেই অভিযোগ ওড়াল দিল্লি পুলিশ।

Advertisement

কেবল দিল্লি নয়, হরিদ্বারেও একটি অনুষ্ঠান হয়েছিল। অভিযোগ, ওই দুই অনুষ্ঠানেই বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল। এদিন ওই মামলারই শুনানি ছিল। সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের দায়ের করা পিটিশনের ভিত্তিতেই রুজু হয়েছিল ওই মামলা। তাঁদের দাবি, এই বিষয়ে ‘স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত’ করতে সিট গঠন করা হোক।

[আরও পড়ুন: একবারই দান করা যাবে শুক্রাণু ও ডিম্বাণু, কৃত্রিম প্রজননের নিয়মে বড় বদল আনল কেন্দ্র]

দক্ষিণ পূর্ব দিল্লির পুলিশ কমিশনার ঈশা পান্ডে জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করে দেখেছে পুলিশ। যতগুলি ভিডিও মিলেছে, সেগুলি খতিয়ে দেখে তাতে এই ধরনের কোনও হুমকি বা বিদ্বেষমূলক মন্তব্য খুঁঝে পাননি।

যদিও দিল্লি পুলিশের দাবির বিরোধিতা করেছেন পিটিশন দাখিলকারীরা। তাঁদের দাবি, যে অভিযোগ তাঁরা জানাচ্ছেন তা ‘ভিত্তিহীন’ নয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় কুরবান আলি বলেন, ”আমরা পিটিশনে যা বলেছি এখনও সেই অবস্থানই বজায় রাখছি। বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা আদালতকে যা বলার বলব।” জানা গিয়েছে, শীর্ষ আদালতে পরবর্তী শুনানির দিন ২২ এপ্রিল।

[আরও পড়ুন: ‘আপনাদের দেশে মানবাধিকার নিয়েও আমরা চিন্তিত’, আমেরিকাকে যোগ্য জবাব বিদেশমন্ত্রীর]

উল্লেখ্য, আবেদনকারীরা কিন্তু এই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। তাঁরা সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। সেখানেই বলা হয়েছিল, ১৭ ও ১৯ ডিসেম্বর হরিদ্বার ও দিল্লিতে দু’টি ঘৃণা-ভাষণ দেওয়া হয়েছিল। হরিদ্বারের অনুষ্ঠানটি আয়োজন করেছিল জাতি নরসিংহানন্দ। দিল্লির অনুষ্ঠানটির আয়োজক হিন্দু যুব বাহিনী। অভিযোগ উঠেছিল, সেখানেই একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা-ভাষণ দেওয়া হয়েছিল। অবশেষে সেই সংক্রান্ত মামলার শুনানি শুরু হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement