shono
Advertisement

‘এত বছরেও কোনও উন্নতি হল না’, হঠাৎ কেন মায়ের কথা বলছেন অশ্বিন?

জেনে নিন আসল কারণ।
Posted: 05:49 PM Mar 14, 2024Updated: 05:49 PM Mar 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক এবং শততম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin ) পারফরম্যান্স এসে মিশে গেল একই বিন্দুতে।
২০১১ সালে অভিষেক ঘটেছিল ভারতের তারকা অফস্পিনারের। ধরমশালায় শততম টেস্ট খেলেন। প্রথম ও শততম টেস্টে তাঁর পারফরম্যান্সে অদ্ভুত মিল। স্যাভেজ সিয়ারাম নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এই পারফরম্যান্সের কথা পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়। সেই পোস্টটি শেয়ার করেছেন অশ্বিন। 

Advertisement

[আরও পড়ুন: রনজি চ্যাম্পিয়ন হয়ে শেষ করলেন কেরিয়ার, চোখের জলে কাকে ধন্যবাদ জানালেন মুম্বইয়ের তারকা?]

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে অশ্বিন ১২৮ রানের বিনিময়ে ৯টি উইকেট নিয়েছিলেন। আবার শততম টেস্টেও ১২৮ রানের বিনিময়েই ৯টি উইকেট নেন ম্যাচে। এই পোস্টটি শেয়ার করে অশ্বিন লিখেছেন, তাঁর মা যদি এই পরিসংখ্যানটা দেখতেন, তাহলে হয়তো বলতেন, এত বছর খেলার পরেও কোনও উন্নতি নেই। মা-ই একমাত্র একথা বলতে পারেন। লিখেছেন অশ্বিন।
রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের শেষে চেন্নাইয়ে ফিরতে হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। আবার চতুর্থ দিন চা বিরতির পরে দলের সঙ্গে যোগ দেন তিনি। মাঝের এই ৪৮ ঘণ্টাকে আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা বলে উল্লেখ করেছিলেন ভারতের তারকা অফস্পিনারের স্ত্রী প্রীতি নারায়ণ (Prithi Narayanan)।

এদিকে আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। জশপ্রীত বুমরাহকে সরিয়ে টেস্ট ফরম্যাটে এক নম্বর জায়গা দখল করেছেন ভারতের তারকা অফস্পিনার।

[আরও পড়ুন: হার্দিক নন, রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখতে যান যুবরাজ! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement