স্টাফ রিপোর্টার: ১০৯ বছরের ইতিহাসে ছেদ। এই প্রথম অনুষ্ঠিত হল না ভারতীয় বিজ্ঞান কংগ্রেস। বিজ্ঞানমন্ত্রক এর অনুমোদন দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিজ্ঞানকে উৎসাহ দেওয়ার বদলে ‘অপবিজ্ঞান’-এর প্রচারের জন্য চলতি বছর আর্থিক অনুদান বা অনুমোদন কোনওটাই দেওয়া হয়নি।
প্রতি বছর ৩ জানুয়ারি থেকে ৫ দিন ব্যাপী ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হয়। এবার তাদের ১০৯তম অধিবেশন হওয়ার কথা ছিল। ২০২১ ও ২০২২ –এই দুই বছর অধিবেশন হয়নি কোভিড ও লকডাউনের কারণে। বিজ্ঞান মন্ত্রকের অনুমোদনে বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। তাদের বিরুদ্ধেই একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।
[আরও পড়ুন: ফেলুদা, ব্যোমকেশের শহরের ত্রাতা দীপক চ্যাটার্জি! ‘বাদামী হায়না’র মোকাবিলায় আবির-পরাণ, পড়ুন রিভিউ]
বিজ্ঞান কংগ্রেসে সারা দেশের তরুণ বিজ্ঞানীরা গবেষণাপত্র পেশ করার সুযোগ পান। বিদেশ থেকেও বিজ্ঞানীরা আমন্ত্রিত হয়ে আসেন। এই পরিস্থিতি নিয়ে সারা ভারত সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্করের অভিযোগ, “কেন্দ্রীয় সরকার ‘বিজ্ঞান ভারতী’ আয়োজন করে নানা অপবিজ্ঞানের গবেষণায় উৎসাহ দিতে চাইছে। বিজ্ঞান কংগ্রেসের বাজেট বরাদ্দ হয় ৫ কোটি টাকা। সেখানে বিজ্ঞান ভারতীর আয়োজনে কেন্দ্রের খরচ ২০ কোটি টাকা। ভুয়ো আর্থিক অভিযোগ তুলে এবার বিজ্ঞান কংগ্রেস স্থগিত রাখা হল।” তাঁর কথায়, “কেন্দ্র বিজ্ঞান-বিরোধী ও অপবিজ্ঞান চর্চার নীতির অনুসারী। জাতীয় শিক্ষানীতি ২০২০-র ছত্রে ছত্রে তা প্রকাশিত। আমরা সরকারকে অবিলম্বে বিজ্ঞান কংগ্রেস আয়োজনের পরিপূরক সমস্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।”