shono
Advertisement

এবার মনীষীদের জন্মদিনেও খোলা থাকবে স্কুল

বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে এমনই সিদ্ধান্তের কথা জানালেন যোগী আদিত্যনাথ। The post এবার মনীষীদের জন্মদিনেও খোলা থাকবে স্কুল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM Apr 14, 2017Updated: 06:51 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড় সিদ্ধান্ত নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার থেকে মনীষী বা বিখ্যাত মানুষদের জন্মদিনে আর ছুটি থাকবে না স্কুল। শুক্রবার ভীমরাও আম্বেদকরের ১২৬ তম জন্মবার্ষিকীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন তিনি। পাশাপাশি তাঁকে শ্রদ্ধাও জানান আদিত্যনাথ।

Advertisement

[কাশ্মীরি যুবক বাঁধা সেনার গাড়িতে, টুইটারে প্রতিবাদ ওমর আবদুল্লাহর]

অনুষ্ঠানে জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘বিখ্যাত মানুষদের জন্ম বা মৃত্যুদিনে স্কুল ছুটি দেওয়া উচিত নয়। কারণ অনেক সময় ছাত্র-ছাত্রীরা জানতেও পারেনা কেন স্কুল ছুটি দেওয়া হয়েছে। এর ফলে ছুটি দেওয়ার আসল কারণটাই বিফলে যায়। এজন্য উচিত ওই দিনগুলিতে ছুটি না দিয়ে বিশেষ অনুষ্ঠান বা ক্লাসের ব্যবস্থা করা, যাতে ছাত্র-ছাত্রীরা ওই মনীষীদের সম্পর্কে জানতে পারে। যেমন- বাবাসাহেব আম্বেদকরের জীবনী, বড় হওয়ার পথে তাঁর সংগ্রাম আগামী প্রজন্মকে নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে।’ এর সঙ্গেই আদিত্যনাথ যোগ করেন, ‘নিয়মানুযায়ী বছরে ২২০ দিন স্কুল চলার কথা। সেখানে বিভিন্ন ছুটির কারণে মেরেকেটে ১৩০-১৪০ দিন স্কুল হয়। যার ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় খামতি থেকে যায়।’

[‘হেমা মালিনী রোজ মদ্যপান করেন, তিনি তো আত্মহত্যা করেননি’]

সেই সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের নামে ‘ভীম’ অ্যাপ চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন তিনি। এর আগে বৃহস্পতিবার যোগী সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল জমিহীন কৃষকদের শিশুদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা। পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার ঘোষণাও করা হয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, ‘এই বিজেপি সরকার কোনও জাতি বা ধর্মকে পক্ষপাতিত্ব করা হবে না। সমাজের মূল স্রোতের যে অংশটির উন্নতি হয়নি, সেই দিকেই নজর দেওয়া হবে। এই সরকারের আমলে রাজ্যে অস্পৃশ্যতা বা জাতপাতের ভিত্তিতে হানাহানি সহ্য করা হবে না।’

[বৃহত্তম নন-নিউক্লিয়ার মার্কিন বোমায় নিকেশ অন্তত ৩৬ আইএস জঙ্গি]

The post এবার মনীষীদের জন্মদিনেও খোলা থাকবে স্কুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement