shono
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রীর ভাষণে উহ্য পাকিস্তান, স্বাধীনতা দিবসে ‘পথ পরিবর্তনের’ইঙ্গিত নমোর

'নতুন ভারতের' রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ The post প্রধানমন্ত্রীর ভাষণে উহ্য পাকিস্তান, স্বাধীনতা দিবসে ‘পথ পরিবর্তনের’ ইঙ্গিত নমোর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:25 PM Aug 15, 2019Updated: 10:53 AM May 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠবার প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ প্রায় ৯২ মিনিট ধরে দেশের সামনে যথারীতি ‘নতুন ভারতের’ রূপরেখা তুলে ধরেন নমো৷ তবে প্রথামাফিক ভাষণ শেষ করে, কার্যত একটি বিষয়ে কোনও কথা না বলেই চমক দিলেন মোদি৷ এবার প্রধানমন্ত্রীর ভাষণ থেকে বেমালুম হাওয়া পাকিস্তান৷ পড়শি দেশটিকে নিয়ে কোনও উচ্চবাচ্য করলেন না মোদি৷ আর এতেই উঠছে প্রশ্ন, তবে কী পাকিস্তান নিয়ে ‘পথ পরিবর্তনের’ ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?

Advertisement

[আরও পড়ুন: জানেন, কেন ক্ষমতা হস্তান্তরের জন্য ১৫ আগস্ট দিনটিকেই বেছে নিয়েছিল ইংরেজরা?]

প্রায় দেড় ঘণ্টা ধরে দেশবাসীর উদ্দেশে বক্তৃতায়, সন্ত্রাসবাদ, কাশ্মীর, ৩৭০ ধারা,  জনসংখ্যা-সহ একাধিক বিষয়ে কথা বলেন মোদি৷ তবে তাঁর ভাষণে জায়গা পায়নি পাকিস্তান৷ দেশটির যে অস্তিত্ব রয়েছে তা যেন বেমালুম ভুলেই গিয়েছেন প্রধানমন্ত্রী৷ দুঁদে রাজনীতিবিদ তথা সদ্য কাশ্মীর নিয়ে উত্তেজনার আবহে এমনটা তো হওয়ার কথা ছিল না! তা হলে? এই প্রশ্নের উত্তর খুঁজত শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ৷ বিশ্লেষকদের একাংশের মতে, নেহরু জমানার পাকিস্তান নীতি আস্তাকুঁড়ে ফেলে দিয়ে ‘পথ পরিবর্তন’ করেছেন মোদি৷ পূর্বসূরীদের মতো কথায়-কথায় পড়শি দেশটির নাম উল্লেখ করে ইসলামাবাদকে আর বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না প্রধানমন্ত্রী৷ ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ইতি টেনে ও জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা লোপ করে আগেই মোদি সাফ করে দিয়েছেন যে, শক্ত পদক্ষেপ নিতে বিন্দুমাত্র পিছপা হবে না দিল্লি৷ কাশ্মীর পদক্ষেপ যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা পাকিস্তানের নাম না নিয়ে আরও একবার বিশ্বমঞ্চে ‘নিঃশব্দে’ জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি৷ একইসঙ্গে আমেরিকা, রাশিয়া, চিন-সহ অন্যান্য, বিশেষ করে ইসলামিক দেশগুলির উদ্দেশেও কাশ্মীর নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন নমো৷ লাদাখ নিয়েও ভারত যে কড়া অবস্থান নিয়ছে তা চিনের সামনেও তুলে ধরলেন প্রধানমন্ত্রী৷

এদিন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও বডসড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে তৈরি হবে নতুন পদ- চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জল, স্থল ও বায়ুসেনা বাহিনীর প্রধান এবং বাছাই করা আধিকারিকদের নিয়ে তৈরি হবে একটি টিম, যার শীর্ষে থাকা পদাধিকরাই চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস৷

[আরও পড়ুন: তেরঙ্গা উত্তোলন করে দেশবাসীর সঙ্গে স্বাধীনতা উদযাপন কাশ্মীরের]

 

The post প্রধানমন্ত্রীর ভাষণে উহ্য পাকিস্তান, স্বাধীনতা দিবসে ‘পথ পরিবর্তনের’ ইঙ্গিত নমোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement