সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যের সঙ্গে ইউক্রেন (Ukraine) ইস্যুর কোনও সম্পর্ক নেই। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। দিনদুয়েক আগেই মার্কিন জো বাইডেন (Joe Biden) বলেছিলেন, রাশিয়ার (Russia) বিষয়ে পদক্ষেপ করতে ভারত দোনামোনা করছে। এদিন সেই প্রসঙ্গেই আমেরিকাকে জবাব দিল কেন্দ্র।
সোমবার ওয়াশিংটনে এক বাণিজ্যসভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন বাইডেন। উত্তরে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিতবাহী মন্তব্য, “কোয়াড সদস্যদের মধ্যে ভারতের অবস্থান ব্যতিক্রমী। এই বিষয়ে (পড়ুন রাশিয়া) পদক্ষেপ করতে ভারত দোনামোনা করছে, তবে (রুশ আগ্রাসনের বিরুদ্ধে) জাপান ও অস্ট্রেলিয়া অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে।”
[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]
এদিন কার্যত বাইডেনের অভিযোগেরই জবাব দিলেন জয়শংকর। তিনি পরিষ্কার করে দিলেন ভারতের বিদেশনীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পায়। তবে আন্তর্জাতিক নির্দেশ মেনে যে কোনও দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকেও সম্মান করে ভারত। এদিন রাজ্যসভায় বিদেশমন্ত্রী বলেন, ”আমরা আমাদের নীতির বিষয়ে অত্যন্ত পরিষ্কার।” সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, ভারত শান্তির পক্ষেই রয়েছে। এবং ভারত বিশ্বাস করে আলাপ আলোচনা ও কূটনৈতিক ভাবে সমাধানের সূত্র খোঁজাই সেরা উপায়।
তাৎপর্যপূর্ণ ভাবে, চলতি মাসের শুরুর দিকেই বৈঠকে বসেছিল কোয়াড গোষ্ঠী। সেখানে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সরব হয় আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান। তবে সরাসরি মস্কোর বিরুদ্ধে কোনও মন্তব্য না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। এবং এই বিষয়ে আমেরিকাকে ইঙ্গিতে বার্তা দিয়ে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের জ্বালানি সংক্রান্ত বিষয়ে রাজনীতি মেনে নেওয়া হবে না। এদিনও জয়শংকর বুঝিয়ে দিলেন, বাণিজ্য ও ইউক্রেন ইস্যুকে গুলিয়ে ফেলতে রাজি নয় ভারত।