shono
Advertisement

Breaking News

২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা

নথি ঘাঁটতে গিয়ে সর্ষের মধ্যে ভূত দেখছেন তদন্তকারীরা৷ The post ২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 PM Jul 08, 2018Updated: 04:21 PM Jul 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুবিক্রির অভিযোগে এই মুহূর্তে কাঠগড়ায় মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটি৷ রাঁচির হোম থেকে নিঃসন্তান দম্পতিকে শিশু বিক্রি করার অভিযোগ উঠেছে৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ জানা যাচ্ছে, অন্তত ২৮০টি শিশুজন্মের কোনও হদিশ নেই সংস্থার রেকর্ডে৷

Advertisement

[  নাবালিকা ধর্ষণে নয়া আইন পাশের পর প্রথম মৃত্যুদণ্ডের রায় মধ্যপ্রদেশের আদালতের ]

মাদারের প্রতিষ্ঠা করা রাঁচির হোমে ২০১৫-২০১৮ সালের মধ্যে অন্তত ৪৫০ জন গর্ভবতী মহিলা প্রসবের জন্য ভরতি হয়েছেন৷ তিন বছরের রেকর্ডবুক ঘেঁটে দেখা যাচ্ছে, ১৭০টি শিশুর জন্ম নথিবদ্ধ হযেছে৷ কিন্তু বাকি ২৮০টির কোনও হদিশ নেই৷ সেই শিশুগুলিকেও কি একইভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, এ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ৷ সংবাদসংস্থা আইএনএস-কে তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, অন্তঃসত্ত্বাদের ভরতি ও শিশুজন্মের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে৷ শিশুবিক্রির অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত চালানো হচ্ছে এবং সেখানে বেশ কয়েকটি অসঙ্গতিও চোখে পড়েছে তাঁদের৷ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ৷

[  স্বয়ং রামও রুখতে পারতেন না ধর্ষণ, কুরুচিকর মন্তব্য করে বিতর্কে বিজেপি বিধায়ক ]

দিনকয় আগেই রাঁচির হোমের বিরুদ্ধে শিশুবিক্রির অভিযোগ উঠেছিল৷ যেখানে উত্তরপ্রদেশের এক দম্পতি অভিযোগ করে জানিয়েছিল, লক্ষাধিক টাকা নেওয়ার পরও হোম তাদের শিশুকে কেড়ে নেয়৷ পরে আদালতের ভয়ও দেখানো হয়৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজন সন্ন্যাসিনীকে গ্রেপ্তারও করে৷ জানা যাচ্ছে, দত্তক আইনের বদলের কারণে সামনে থেকে দত্তক দেওয়া বন্ধ করেছে মিশনারিজ অফ চ্যারিটি৷ কিন্তু আইনের আড়ালে চলছে শিশুবিক্রির পালা৷ যা মানবপাচারের শামিল৷ আইনি ঝক্কির বদলে মোটা অঙ্কের বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের শিশুবিক্রি করা হচ্ছে৷ শুধু রাঁচি নয়, একাধিক হোমেই এই কাজ চলছে বলে অভিযোগ৷ পুরো চক্রের পর্দা ফাঁস করতে মূলে পৌঁছানোর চেষ্টায় এবার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[  বেড়াতে এসে বান্ধবীর বাবার লালসার শিকার যুবতী, গ্রেপ্তার অভিযুক্ত ]

The post ২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement