shono
Advertisement

টিকাকরণের শংসাপত্র ছাড়া বেতন নয় সরকারি কর্মীদের, ওমিক্রন আতঙ্কে বড় ঘোষণা পাঞ্জাবের

পাঞ্জাব সরকারের পোর্টালে আপলোড করতে হবে টিকাকরণের শংসাপত্র।
Posted: 06:42 PM Dec 22, 2021Updated: 06:45 PM Dec 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমপক্ষে করোনার (Covid 19) একটি টিকা (Vaccination) নেওয়া থাকতে হবে, তবেই বেতন পাবেন পাঞ্জাবের (Punjab) রাজ্য সরকারি কর্মচারীরা। ওমিক্রন ((Omicron) আতঙ্কে বড় ঘোষণা পাঞ্জাব সরকারের। বুধবার রাজ্যের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, কারও করোনার দুটি টিকা নেওয়া থাকতে পার, কেউ হয়তো বা এখনও পর্যন্ত একটি টিকাই নিয়েছেন, কিন্তু প্রত্যেক সরকারি কর্মীকে পাঞ্জাব সরকারের নির্দিষ্ট পোর্টালে টিকাকরণের প্রমাণ হিসেবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট (Vaccination Certificate) আপলোড করতেই হবে, এবার থেকে তবেই মিলবে বেতন।

Advertisement

যদিও এই বিবৃতিতে জানানো হয়নি, যে সমস্ত কর্মী এখনও পর্যন্ত করোনার একটি টিকাও নেননি তাঁদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে পাঞ্জাব সরকার। মনে করা হচ্ছে, দেশে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। যাতে করে টিকাকরণের বাধ্য হন সে রাজ্যের সরকারি কর্মীরা।

[আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, এবার ইজরায়েলে ষাটোর্ধ্বদের দেওয়া হবে চতুর্থ টিকা]

ওই বিবৃততে আরও জানানো হয়েছে, পাঞ্জাব সরকারের আইএইচআরএমএস (iHRMS) ওয়েবসাইটে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট আপলোড করতে হবে। এই পোর্টালটির মাধ্যমেই পাঞ্জাব রাজ্য সরকারের কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিষয়টিকে দেখভাল করা হয়।

প্রসঙ্গত, গোটা বিশ্বেই উদ্বেগ বড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। ভারতেও ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা হুড়মুড় করে বাড়ছে। বর্তমানে দেশে ওমিক্রনে সংক্রমিত ২১৩ জন। দিল্লিতে সবচেয়ে বেশি ৫৭ জন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরলেও অবস্থা উদ্বেগজনক।এদিকে বুধবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। 

[আরও পড়ুন: ভাইরাল লোড ৩০-এর নিচে থাকলেই জিনোম সিকোয়েন্সিং, সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্যদপ্তরের]

চলতি মাসেই বিশ্বে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর শিরোনামে উঠে আসে। খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছিলেন, ইংল্যান্ডই প্রথম ওমিক্রনে মৃত্যুর সাক্ষী হয়। সে দেশেও বর্তমানে রীতিমতো চোখ রাঙাচ্ছে এই স্ট্রেন। ফলে বড়দিনের উৎসবেও বিস্তর কাটছাঁট করা হয়েছে। যে কোনওরকম জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। উৎসবের মরশুমে করোনার এহেন রূপ দেখে রীতিমতো আশঙ্কায় ভুগছেন বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement