shono
Advertisement

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে টিকিটের হাহাকার, চিপকে চুলোয় দূরত্ববিধি

৫০ শতাংশ দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচ দেখতে পারবেন।
Posted: 12:54 PM Feb 12, 2021Updated: 12:54 PM Feb 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় একবছর পর দেশে ফিরেছে ক্রিকেট। দর্শকশূন্যভাবেই আয়োজিত হয়েছিল চিপকের প্রথম টেস্ট। কিন্তু এবার স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাচ্ছেন সমর্থকরা। আর তাই উত্তেজনার পারদও চড়েছে চড়চড় করে। তারই প্রমাণ মিলল বৃহস্পতিবার। সামাজিক দূরত্ব বিধিকে চুলোয় পাঠিয়ে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্টের টিকিটের জন্য রীতিমতো হাহাকার সৃষ্টি হয়ে গেল চেন্নাইয়ে। বিশাল লম্বা লাইন পড়ে যায় ক্রিকেটপ্রেমীদের। কাউন্টার থেকে টিকিট পেতে চিপকের বাইরে ঠাসা ভিড়।

Advertisement

আগামিকাল অর্থাৎ শনিবার থেকে চিপকে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। পঞ্চাশ শতাংশ দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচ দেখতে পারবেন। করোনা আমলের পর ভারতে এই প্রথম মাঠে দর্শক রেখে খেলা হবে। খুব স্বাভাবিক ভাবেই যার ফলে টিকিটের জন্য হাহাকার তৈরি হয়ে যায়। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সব টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল। কিন্তু তাতে কী? সেই অনলাইন টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়ে যায় চিপকের বাইরে। এবং সেখানে কোনও সামাজিক দূরত্ববিধি মানার কোনও বালাইও ছিল না।

[আরও পড়ুন: আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ২৯২ ক্রিকেটার, ঠাঁই অর্জুন তেণ্ডুলকরের, বাদ শ্রীসন্থ]

শুধু তাই নয়, টেস্টের মহার্ঘ্য টিকিট পেতে জনৈক ক্রিকেটভক্ত অজ্ঞান হয়ে যান বলেও জানা যায়। আবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও খালি হাতে ফেরার ঘটনাও ঘটেছে। শেষে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে হয়। এমন দৃশ্য দেখে মাঠে দর্শক ঢোকার আগেই উদ্বিগ্ন আয়োজকরা। ভিড় সামাল দিতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কী কী বিষয় মাথায় রাখতে হবে আয়োজকদের?
১) পঞ্চাশ শতাংশ দর্শক থাকবেন মাঠে।
২) দু’জনের মাঝে একটা করে চেয়ার ফাঁকা রাখা হবে।
৩) ব্যাটসম্যানের মারা ছক্কা গ্যালারিতে পড়লে সেটা সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করা হবে।
৪) সিসিটিভি মনিটরিংয়ের জন্য বিশেষ কর্মী নিয়োগ।
৫) গেটে তাপমাত্রা মাপা হবে, স্যানিটাইজ করা হবে সবাইকে।
৬) মাস্ক বাধ্যতামূলক।
৭) চারটে অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে মাঠে।

[আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসনকে বসাতে পারে ইংল্যান্ড! ভারতীয় দলে অক্ষরের ঢোকার সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement