সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মামলা সংক্রান্ত তথ্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার এই নির্দেশ জারি করলেন নিউ ইয়র্ক আদালতের বিচারক। পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন (USA) প্রেসিডেন্ট। সেই মামলা সংক্রান্ত কোনও তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারবেন না ট্রাম্প, এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও এখনও তাঁর সাজা ঘোষণা হয়নি। তবে তাঁর বিরুদ্ধে জোরকদমে চলছে বিচার প্রক্রিয়া। এহেন পরিস্থিতিতে সোমবার ট্রাম্পের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নিউ ইয়র্ক আদালত। বিচারক জুয়ান মেরচ্যান বলেছেন, মামলা সংক্রান্ত কোনও নথি কপি করতে পারবেন না ট্রাম্প। অন্যদের কাছে মামলা সংক্রান্ত নথি পাঠাতেও পারবেন না। আইনজীবীদের কাছে যদি মামলার নথিপত্র পাঠাতে হয় তাহলে আদালতের কাছে আলাদা করে অনুমতি নিতে হবে।
[আরও পড়ুন: চিন-পাকিস্তান বৈঠকের পরই ভারতে ইজরায়েলের বিদেশমন্ত্রী, নেপথ্যে কোন সমীকরণ?]
শুধু তাই নয়, মামলা সংক্রান্ত সমস্ত নথি নিজের হাতেও পাবেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত আলোচনা করতে হলে আইনজীবীদের উপস্থিতিতে আদালতে গিয়ে তা করতে হবে। সেই সঙ্গেই বলা হয়েছে, মামলার তথ্য বা সাক্ষীদের পরিচয়ের মতো কোনও তথ্য নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না ট্রাম্প। প্রসঙ্গত, আগেও বেশ কয়েকবার ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে লাগাম পড়েছে।
নির্বাচনের আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে তাঁর মুখ বন্ধ রাখতে চেয়েছিলেন ট্রাম্প, এমনই অভিযোগ ছিল। কয়েকদিন আগেই দোষী প্রমাণিত হয়ে গ্রেপ্তার হন ট্রাম্প। তবে খানিকক্ষণের মধ্যে ছাড়াও পেয়ে যান তিনি। সবমিলিয়ে মোট ৩৪টি অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভবিষ্যৎ কী, তা নিয়ে সংশয় থাকছে।