shono
Advertisement

লোকসভায় তৃণমূলের সঙ্গে জোট নয়, একসুর প্রদেশ কংগ্রেসে

বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে চুপ রইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ The post লোকসভায় তৃণমূলের সঙ্গে জোট নয়, একসুর প্রদেশ কংগ্রেসে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:59 PM Nov 20, 2018Updated: 07:46 PM Nov 20, 2018

রূপায়ণ বন্দ্যোপাধ্যায়: আসন্ন লোকসভা নির্বাচনে ‘একলা চলো রে’ নীতিতেই ভরসা রাখতে চলেছে প্রদেশ কংগ্রেস৷ সাফ জানালেন সদ্য নির্বাচিত প্রদেশ সভাপতি সোমেন মিত্র৷ ছোড়দার সাফ কথা, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে না কংগ্রেস৷ উনিশের মহারণে একক ক্ষমতায় লড়াই করবেন তাঁরা৷ দলের সমস্ত বিধায়কদের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে৷ হাই কম্যান্ডকেও এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে৷ যদিও বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে এদিন মুখ খুলতে চাননি প্রদেশ কংগ্রেস সভাপতি৷

Advertisement

[যেখানে সেখানে থুতু-পানের পিক ফেলা বন্ধে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর]

লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসে প্রদেশ কংগ্রেসের পরিষদীয় দল৷ সভাপতি নির্বাচিত হওয়ার পর এদিনই প্রথম বিধানসভায় আসেন সোমেন বাবু৷ দলের প্রত্যেক বিধায়কের কাজের খোঁজখবর নেন তিনি৷ কারও কাজ করতে কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে জানতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি৷ এরপর বিধানসভাতেই শুরু হয় কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক৷ সূত্রের খবর, এই বৈঠকে জোট নিয়ে বিধায়কদের কাছে তাঁদের মতামত জানতে চান সোমেন মিত্র৷তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গ উঠলে একবাক্যে ‘না’ বলে ওঠেন কংগ্রেসের বিধায়করা৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রাজ্যের শাসক দলের সঙ্গে জোটের পক্ষে সায় নেই তাঁদের৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এই বৈঠকেই উনিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দলের বিধায়কদের প্রাথমিক রণকৌশল বাতলে দেন সোমেন মিত্র৷ নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় নির্দেশ দেন, যেসমস্ত কংগ্রেসের নেতা-কর্মীরা দলত্যাগ করেছে, তাঁদের পুনরায় সসম্মানে দলে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে৷ প্রদেশ কংগ্রেসের অন্দরে সকলকে একসঙ্গে নিয়ে কাজের পরিবেশ তৈরি করতে হবে৷ নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও দলের স্বার্থে তা মিটিয়ে ফেলতে হবে৷ সর্বোপরি জনসংযোগ বাড়িয়ে কংগ্রেসের হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে৷

[‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’, কিষাণ মোর্চার মিছিল থেকে তোপ দিলীপের]

এদিন পরিষদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সোমেন মিত্র৷ বৈঠকে আলোচিত বিষয়গুলি জানান তিনি৷ এরপরই বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে মুখ খোলেন তিনি৷ জানান, বিষয়টি আলোচনা সাপেক্ষ এবং এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তবে এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে অনীহা পোষণ করে আসছেন সোমেন মিত্র-সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা৷ তাঁদের এই অমতের কথা হাই-কমান্ডেও একাধিকবার জানিয়ে এসেছেন তাঁরা৷ উনিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট তৈরি করতে চাইছে কংগ্রেস৷কিন্তু সেই জোটে তৃণমূলকে সামিল করার পক্ষে নন প্রদেশ নেতারা৷যদিও, প্রদেশ নেতাদের এই সিদ্ধান্ত হাই-কমান্ড আদৌ মেনে নেন কিনা এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷

The post লোকসভায় তৃণমূলের সঙ্গে জোট নয়, একসুর প্রদেশ কংগ্রেসে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement