সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তার পরই কুড়ি-কুড়ির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আবার অলিম্পিকে জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজ চোপড়া। কিন্তু আশ্চর্যের বিষয়, সারা বছর ধরে গুগলে যাঁদের খোঁজ চলল, সেই সেরা দশে নেই রোহিত-বিরাট-নীরজ। তাহলে বছরভর ভারতে খোঁজ চলল কাদের?
সেই তালিকায় সবার উপরে নাম কুস্তিগির ভিনেশ ফোগাটের। অথচ নীরজের মতো অলিম্পিকে পদক জেতেননি তিনি। বরং ওজন বিতর্কে ফাইনালে নামতে পারেননি। পদক না পেলেও চর্চা হয়েছে। বিষয় গড়ায় কোর্ট পর্যন্ত। সেই ফলাফলে অবশ্য সাফল্য আসেনি। এর আগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেই সময়ে ফিরে এসেছে এই বিতর্কও। তার পর কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন। সব মিলিয়ে গুগলে খোঁজার তালিকায় সবার আগে রয়েছে ভিনেশের নাম।
চতুর্থ স্থানে নাম রয়েছে হার্দিক পাণ্ডিয়ার। আইপিএল শুরুর আগে মুম্বইয়ের অধিনায়ক করা হয় তাঁকে। যা নিয়ে ভক্তদের আক্রমণের সম্মুখীন হতে হয়। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভার করেছিলেন তিনি। উত্তীর্ণ হয়েছিলেন নায়কের মর্যাদায়। তার মধ্যে এবছর বহু নাটকের পর হার্দিকের ডিভোর্স হয়েছে। সেই অঙ্কও কাজ করেছে হার্দিকের জন্য।
ষষ্ঠ স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং। যাকে ভুল করে কিনেছিল প্রীতি জিন্টার দল। পরে সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। আর এবার তাঁকে ৫.৫ কোটি টাকা দিয়ে রিটেইন করেছেন পাঞ্জাব। অন্যদিকে নবম স্থানে আছেন অভিষেক শর্মা। ২০২৪ অবশ্যই তাঁর জন্য স্মরণীয়। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন। জাতীয় দলেও অভিষেক হয়। আর দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
এই তালিকায় দশম স্থানে আছেন লক্ষ্য সেন। ঘটনাচক্রে তিনিও পদক পাননি। সেমিফাইনালে হারার পর ব্রোঞ্জ মেডেল ম্যাচেও হেরেছিলেন। তার পর কোচের সঙ্গে বিবাদ নিয়েও বিতর্ক হয়। ক্রীড়াজগতের তারকারা ছাড়া এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নীতীশ কুমার। তৃতীয় স্থানে চিরাগ পাসওয়ান, চতুর্থ স্থানে পবম কল্যাণ, সপ্তম স্থানে পুনম পাণ্ডে এবং অষ্টম স্থানে রাধিকা মার্চেন্ট রয়েছেন।