সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন-বুলেটপ্রুফ ট্রাকে করে ‘শহিদ’ হতে পাঠানো হচ্ছে জওয়ানদের। শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেই ভিডিও ফুটেজের সত্যতা নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তথা সিআরপিএফ (CRPF)। সিআরপিএফের মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোজেস ধিনাকরণ জানাচ্ছেন, ‘‘সিআরপিএফের কাছে বিভিন্ন প্রয়োজনের জন্য পর্যাপ্ত প্রতিরক্ষামূলক যানবাহন রয়েছে।’’ তিনি আরও জানান, রাহুলের শেয়ার করা ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হবে।
রাহুল গান্ধীর শেয়ার করা ওই ভিডিওয় দেখা গিয়েছে, একটি ট্রাকে কয়েকজন জওয়ান বসে রয়েছেন। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে উচ্চপদস্থ আধিকারিকরা নিজেরা বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন। কিন্তু জওয়ানদের নিরাপত্তার সঙ্গে আপস করা হচ্ছে। এমনকী, তাঁদের পরিবারের জীবন নিয়েও কর্তৃপক্ষ ছিনিমিনি খেলছে বলে অভিযোগ জানাতে শোনা যায় জওয়ানদের। ভিডিওটি শেয়ার করে রাহুল তাঁর টুইটে লেখেন, ‘‘আমাদের জওয়ানদের নন-বুলেটপ্রুফ ট্রাকে করে শহিদ হতে পাঠানো হচ্ছে। আর প্রধানমন্ত্রীর জন্য ৮ হাজার ৪০০ কোটি টাকার বিমান! এটা কেমন বিচার?’’
প্রসঙ্গত, এর আগেও রাহুল প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানটি নিয়ে কটাক্ষ করেছেন। গত সপ্তাহেই তিনি জানিয়েছিলেন, ‘‘একদিকে প্রধানমন্ত্রী মোদি দু’টি বিমান কিনছেন ৮ হাজার কোটি টাকা খরচ করে। অন্যদিকে চিন আমাদের সীমান্তরেখায়। আমাদের সেনা জওয়ানরা ঠান্ডাকে উপেক্ষা করে তাদের হাত থেকে সীমান্তকে রক্ষা করতে ব্যস্ত।’’
[আরও পড়ুন: হাথরাসের নির্যাতিতার বাড়িতে ‘সন্দেহজনক’ মহিলার যাতায়াত! চক্রান্তের অভিযোগ পুলিশের]
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টের বিমানের ধাঁচে তৈরি মোদির নতুন বিমান ভারতে এসেছে। কেবল প্রধানমন্ত্রী নয়, এই দু’টি নতুন বিমানে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিও যাতায়াত করবেন। এয়ার ইন্ডিয়ার ওই দু’টি বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।